Present Continuous Tense - ঘটমান বর্তমান
Table of Content:
Present Continuous Tense: ঘটমান বর্তমান কাল :
যে কাজ শেষ হয়নি, এখনও চলছে, সে কাজ বোঝানোর জন্য ঘটমান বর্তমান কাল ব্যবহৃত হয়। যথা-
হাসান বই পড়ছে।
নীরা গান গাইছে।
ঘটমান বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ
(১) বক্তার প্রত্যক্ষ উক্তিতে ঘটমান বর্তমান কাল ব্যবহৃত হয়। যথা-
বক্তা বললেন, “শত্রুর অত্যাচারে দেশ আজ বিপন্ন, ধন-সম্পদ লুণ্ঠিত হচ্ছে, দিকে দিকে আগুন জ্বলছে।”
(২) ভবিষ্যৎ সম্ভাবনা অর্থে :
চিন্তা করো না, কালই আসছি।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়া বা verb এর শেষে তেছি, তেছ, তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছি, ছেন, ইত্যাদি থাকে। |
a. নিকট ভবিষ্যতের কোন কাজের ব্যবস্থা (Arrange to take place in the near future) বুঝাতে
English |
Bangla |
I am coming back soon. (= I shall come back soon) |
আমি শীঘ্রই ফিরে আসছি. (= আমি শীঘ্রই ফিরে আসব) । |
Rumi is arriving here tomorrow. (= Rumi will arrive here tomorrow) |
রুমি কাল এখানে আসছে। (= রুমি আগামীকাল এখানে আসবে) । |
b. অভ্যাসগত কাজ বুঝালে
English |
Bangla |
I am playing football even in this old age. |
আমি এই বুড়ো বয়সেও ফুটবল খেলছি । |
Note - I এর পর am বসবে। He, She, it এবং অন্যসব third person singular number এর পর is বসবে। We, you, they এবং Plural subject এর শেষে are বসে। |
উদাহরণ - Example
উদাহরণগুলো বেশি বেশি করে পড়ে এবং বেশি বেশি করে লিখে অভ্যাস করতে হবে যাতে করে এগুলো সহজেই আমাদের মস্তিষ্কের মধ্যে সহজ ভাবে আটকে যায় ।
আমি - I
Bangla |
English |
১. আমি শিখছি। |
I am learning. |
২. আমি কি শিখছি? |
Am I learning? |
৩. আমি শিখছি না। |
I am not learning. |
৪. আমি কি শিখছি না। |
Am I not learning? / Aren’t I learning? |
আমরা - We
Bangla |
English |
১. আমরা শিখছি। |
We are learning. |
২. আমরা কি শিখছি? |
Are we learning? |
৩. আমরা শিখছি না। |
We aren’t learning. |
৪. আমরা কি শিখছি না। |
Aren’t we learning? |
সে - She/He
Bangla |
English |
১. সে শিখছে। |
She is learning. |
২. সে কি শিখছে? |
Is she learning? |
৩. সে শিখছে না। |
She isn’t learning. |
৪. সে কি শিখছে না। |
Isn’t she learning? |
আরো উদাহরণ
Bangla |
English |
আমি ভাত খাইতেছি/ খাচ্ছি । |
I am eating rice. |
আমি স্কুলে যাইতেছি/ যাচ্ছি । |
I am going to school. |
সে স্কুলে যাইতেছে/ যাচ্ছে । |
He is going to school. |
তুমি/ তোমরা বই পড়িতেছ/ পড়ছ । |
You are reading book. |
আমি আজ রাতে ঢাকা যাচ্ছি । |
I am going to Dhaka tonight. (Near future) |
আপনি কি আজ বিকালে মীটিং এ আসছেন ? |
Are you coming to the meeting this afternoon? (Near future) |
লোকটি নদীতে মাছ ধরছে। |
The man is fishing in the river. |
মেয়েটি ধীরে ধীরে হাঁটছে। |
The girl is walking slowly. |
আমি আমার বন্ধুর কাছে চিঠি লিখছি। |
I am writing a letter to my friend. |
বাতাস বহিতেছে। |
The wind is blowing. |
ফুলগুলি ফুটিতেছে। |
The flowers are blooming. |
মুষলধারে বৃষ্টি পড়ছে। |
It's raining cats and dogs. |
বালকগুলি গোলমাল করছে। |
The boys are making noise. |
আমি এখন খেলছি না। |
I'm not playing now. |
পাখিগুলি গান করছে না। |
The birds are not singing. |
ছেলেটি আমার কথা শুনছে না। |
The boy is not listening to me. |
ট্রেনটি খুব বেগে (at great speed) ছুটছে। |
The train is running very fast. The train is running at great speed. |
তারাগুলি আকাশে মিটমিট করছে (to twinkle)। |
The stars are flickering in the sky The stars are twinkling in the sky. |
আমি কি তোমাকে বিরক্ত করছি? |
Am I bothering you? |
ছেলেটি কি এখন পড়ছে না? |
Isn't the boy reading now? |
তিনি কি তোমাকে সাহায্য করছেন না? |
Isn't he helping you? |
তিনি কি খবরের কাগজ পড়ছেন? |
Is he reading the newspaper? |
বালকটি কি জ্বরে ভুগছে? |
Is the boy suffering from fever? |
আমার পিতা আজ ঢাকা থেকে বাড়ি আসবেন। |
My father will come home from Dhaka today. |