Past Perfect Tense - পুরাঘটিত অতীত কাল

Rumman Ansari   Software Engineer   2022-12-27   541 Share
☰ Table of Contents

Table of Content:


Past Perfect Tense Translations: পুরাঘটিত অতীত কাল :

যে ক্রিয়া অতীতের বহু পূর্বেই সংঘটিত হয়ে গিয়েছে এবং যার পরে আরও কিছু ঘটনা ঘটে গেছে, তার কালকে পুরাঘটিত অতীত কাল বলা হয়। যেমন-

সেবার তাকে সুস্থই দেখেছিলাম।

কাজটি কি তুমি করেছিলে?

(ক) অতীতে সংঘটিত ঘটনার নিশ্চিত বর্ণনায় :

পানিপথের তৃতীয় যুদ্ধে এক লক্ষ সৈন্য মারা গিয়েছিল।

আমি সমিতিতে সেদিন পাঁচ টাকা নগদ দিয়েছিলাম।

(খ) অতীতে সংঘটিত ক্রিয়ার পরম্পরা বোঝাতে শেষ ক্রিয়াপদে পুরাঘটিত অতীত কালের প্রয়োগ হয়। যেমন-

বৃষ্টি শেষ হওয়ার পূর্বেই আমরা বাড়ি পৌঁছেছিলাম।

Past Perfect Tense
Figure: Past Perfect Tense

Past Tense Sentence Structure:

Types

Form

Example

Simple Past

Sub + V2 + Obj

I taught English.

Past Continuous

Sub + was/were + V1 + ing form

I was teaching English.

Past Perfect

Sub + had + V3

I had taught English.

Past Perfect Continuous

Sub + had + been + V1 + ing form

I had been teaching English.

Past Perfect Forms

Affirmative

l/you/he/she/it/we/they had finished.

Negative

l/you/he/she/it/we/they hadn’t finished.

Question

Had l/you/he/she/it/we/they finished.?

Short

answers

Yes, l/you/he/she/it/we/they had.

No, l/you/he/she/it/we/they hadn’t.

Rule:

অতীতের ঘটনার মধ্যে যেটি আগে ঘটেছিল সেটি Past Perfect Tense এবং পরেরটি Simple Past হয়।

We use the past perfect to show that one action or event happened before another action or event in the past. We use the past perfect for the action that happened first and the past simple for the action that happened later:

  • When we arrived, the film had already started.

We often use when and by the time with the past simple to talk about the second of two actions or events in the past. Notice when we use a comma (,):

  • When we got to the airport, the plane had already taken off.
  • The plane had already taken off when we got to the airport.

Example:

Bangla

English

আমি কলকাতা যাওয়ার পূর্বে আমি বাড়ি গিয়েছিলাম ।

I had gone home before I went to Kolkata.

ট্রেনটি আসার পরে আমরা স্টেশনে পৌঁছেছিলাম ।

We reached the station after the train had arrived.

তিনি আসার পূর্বে আমি সেখানে গিয়েছিলাম ।

I had gone there before he came.

রাম জন্মাবার পূর্বে বাল্মিকী রামায়ণ রচনা করেছিলেন ।

Valmiki had composed the Ramayana before Ram was born.

Past Perfect Tense Example
Figure: Past Perfect Tense Example

Past Perfect Tense Example
Figure: Past Perfect Tense Example

a. পূর্বে কোন একটি কাজ (past action) শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যদি আর একটি কাজ শুরু হয় এবং তা যদি no sooner. than, scarcely----- when, hardly---before এর সঙ্গে past perfect tense ব্যবহার হয়।

English

Bangla

No sooner had he reached than the train arrived.

 

Scarcely had she seen me when she began to weep.

 

Hardly had I reached the station when the train started.

 

b. দুইটি অতীত কালের কাজ বুঝালে এবং একটির আগে when, untill, once, now, that, as soon as ইত্যাদি conjunction থাকলে তার (conjunction এর) পরের verb টির past perfect tense হয়।

English

Bangla

As soon as he had seen me, he laughed aloud. (জোরে শব্দ করে) (দুইটি কাজ : see এবং laugh).

 

Now that they had completed their work, they started for home.

 

c. একটি কাজ আর একটি কাজ আরম্ভের পূর্বে ঘটেছিল বুঝালে পূর্ববর্তী কাজটির Past perfect tense হয় এবং অপরটির Past Indefinite tense হয়।

   

The train had left before we reached the station.

 

d. Just এর সাথে past perfect tense ব্যবহৃত হয় যদি অন্য verb টির tense হয় past indefinite tense. যেমন : When I came he had just finished eating. (যখন আমি এলাম সে ঠিক তখনই খাওয়া শেষ করল।)

English

Bangla

When I came he had just finished eating.

যখন আমি এলাম সে ঠিক তখনই খাওয়া শেষ করল।

উদাহরণ

১. তিনি আসার আগে আমি শিখেছিলাম।

I had learnt before he came.

২. তিনি আসার আগে আমি কি শিখেছিলাম?

Had I learnt before he came?

৩. তিনি আসার আগে আমি শিখেছিলাম না/ শিখিনি।

I hadn’t learnt before he came.

৪. তিনি আসার আগে আমি কি শিখেছিলাম না/ শিখিনি?

Hadn’t I learnt before he came?

নোটঃ

সাধারণত অতীতে সংঘটিত দুটি কাজের একটি অপরটির পূর্বে সংঘটিত হলে, যেটি পূর্বে ঘটে সেটির জন্য Past Perfect Tense ব্যবহৃত হয়।

আরো উদাহরণ: নিজে করো

Bangla

English

তারা স্টেশনে পৌছিবার পর ট্রেন ছেড়ে ছিল।

 

ডাক্তার আসবার পূর্বে রোগীটি মারা গেল।

 

সে জানত যে সে পরীক্ষায় ফেল করেছে।

 

স্কুলে পৌছিবার পূর্বেই ঘণ্টা বেজে ছিল।

 

সূর্য অস্ত যাবার পরে আমরা বাড়ি পৌছিলাম।

 

বৃষ্টি আসার পূর্বে আমরা রওনা হয়েছিলাম।

 

পুলিশ আসার পূর্বে কি ডাকাত দল পলায়ন করেছিল?

 

তুমি কি ট্রেন ছাড়বার পরে স্টেশনে পৌছেছিলে?

 

ইহার পূর্বে তারা কখনও বাঘ দেখে নাই (never seen)।

 

বিছানায় শুতে যাবার পূর্বে আমি দরজা বন্দ করলাম।