Past Perfect Continuous Tense - পুরাঘটিত ঘটমান অতীত
Table of Content:
a. কাজটি অতীতে আরম্ভ হয়ে অতীতেই সম্পূর্ণ হলেও ইহা উল্লেখের সময় পর্যন্ত অসম্পূর্ণ ছিল বুঝালে Past Perfect Continuous tense ব্যবহৃত হয়। যেমন—
English |
Bangla |
I had been suffering from fever for a week. |
আমি এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলাম। |
Past Tense Sentence Structure:
Types |
Form |
Example |
Simple Past |
Sub + V2 + Obj |
I taught English. |
Past Continuous |
Sub + was/were + V1 + ing form |
I was teaching English. |
Past Perfect |
Sub + had + V3 |
I had taught English. |
Past Perfect Continuous |
Sub + had + been + V1 + ing form |
I had been teaching English. |
আরো উদাহরণ
Bangla |
English |
বাড়ি পৌছিবার পূর্বে মা আমার জন্য প্রতীক্ষা করতেছিলেন। |
|
সূর্য অস্ত যাবার পূর্বে তারা মাঠে ফুটবল খেলতেছিল। |
|
ছেলেটি তিন বছর যাবৎ একই স্কুলে পড়তেছিল। |
|
সে দু'ঘণ্টা ধরে একটি ছবি আঁকতেছিল । |
|
তুমি আসার আগে আমি ইংরেজি পড়তেছিলাম। |
|
ঔষধ খাবার পূর্বে তিনি ধূমপান করতে ছিলেন না। |
|
স্কুলে যাবার পূর্বে তুমি কি পাঠ প্রস্তুত করতেছিলে? |
|
বৃষ্টি থামার পূর্ব পর্যন্ত আমরা কি সেখানে অপেক্ষা করতে ছিলাম না? |
|
আমি স্কুলে যাবার পূর্বে অংক কষতেছিলাম। |
|
মৃত্যুর আগে তিন বছর ধরে তিনি যক্ষ্মা রোগে ভুগতে ছিলেন। |