আল্লাহ কিভাবে মানুষকে পরীক্ষা করেন ?

Rumman Ansari   2022-12-04   Developer   islam > text of allah   364 Share

আল্লাহ কিভাবে মানুষকে পরীক্ষা করেন ?

দুনিয়াবি কষ্টগুলো এক ধরনের পরীক্ষা। আল্লাহ কখনো সুখ-শান্তি দিয়ে পরীক্ষা করেন আবার কখনো রোগব্যাধি দিয়ে পরীক্ষা করেন। @২১:৩৫

আল্লাহ (কখনো) ভয়-ভীতি, (কখনো) ক্ষুধা-অনাহার, (কখনো বা) জান মাল ও ফসলাদির ক্ষতি সাধন করে পরীক্ষা করেন। @২:১৫৫


বিভিন্ন পরিপ্রেক্ষিতে আল্লাহ আমাদের পরীক্ষায় ফেলেন।

ধৈর্যশীলদের বাছাই করা : বিপদরূপী পরীক্ষার মাধ্যমে আল্লাহ মূলত তাঁর ধৈর্যশীল বান্দাদের বেছে নেন। @২:১৫৫

গুনাহ মাফ ও পুরস্কার প্রদান : ইবরাহিম (আ.)-কে মহান আল্লাহ নানাভাবে পরীক্ষা করেছেন। সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। মহান আল্লাহ তাঁকে এর যথাযথ প্রতিদান দিয়েছেন। @২:১২৪

উত্তম আমলকারী নির্ণয় করা : উত্তম আমলকারী নির্ণয় করার জন্য আল্লাহ তা'আলা পরীক্ষা করেন। @৬৭:২

মানবতার স্বরূপ প্রকাশ : মূলত মানুষের প্রকৃত স্বরূপ তার কাছে স্পষ্ট করার জন্য আল্লাহ বিভিন্ন পরীক্ষা করেন। @৭৬:২,৩

পরিশুদ্ধ করা : পরীক্ষার মাধ্যমে আল্লাহ উত্তমকে মন্দ থেকে পৃথক করে নেন। @৩:১৭৯

এ ছাড়া আরো বিভিন্ন পরিপ্রেক্ষিতে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন।


References

"(স্মরণ করো,) যখন ইবরাহীমকে তার ‘রব’ কতিপয় বিষয়ে (তাঁর আনুগত্যের) পরীক্ষা নিলেন, অতপর সে তা পুরোপুরি পূরণ করলো, আল্লাহ তায়ালা বললেন, আমি তোমাকে মানব জাতির জন্যে নেতা বানাতে চাই; সে বললো, আমার ভবিষ্যত বংশধররাও (কি নেতা হিসেবে বিবেচিত হবে)? আল্লাহ তায়ালা বললেন, আমার এ প্রতিশ্রুতি যালেমদের কাছে পৌঁছবে না | @২:১২৪."

সূরার নাম: সূরা আল বাকারা, মক্কায় অবতীর্ণ, সূরার ক্রমিক নং: ২, সূরার আয়াত নং: ১২৪.
[কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ, হাফেজ মুনির উদ্দীন আহমদ, প্ৰকাশক: আল কোরআন একাডেমী লণ্ডন ]

"আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করবো, (কখনো) ভয়-ভীতি, (কখনো) ক্ষুধা-অনাহার, (কখনো বা) জান মাল ও ফসলাদির ক্ষতি সাধন করে (তোমাদের পরীক্ষা করা হবে, যারা ধৈর্যের সাথে | এর মোকাবেলা করে); তুমি (সে) ধৈর্যশীলদের (জান্নাতের) সুসংবাদ দান করো, @২:১৫৫."

সূরার নাম: সূরা আল বাকারা, মক্কায় অবতীর্ণ, সূরার ক্রমিক নং: ২, সূরার আয়াত নং: ১৫৫.
[কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ, হাফেজ মুনির উদ্দীন আহমদ, প্ৰকাশক: আল কোরআন একাডেমী লণ্ডন ]

"তোমরা আল্লাহর পথে অর্থ (সম্পদ) ব্যয় করো, (সম্পদ আঁকড়ে ধরে) নিজেদের হাতেই নিজেদের ধ্বংসের (অতলে) নিক্ষেপ করো না এবং তোমরা (মানুষদের সাথে) অনুগ্রহ করো, অবশ্যই আল্লাহ তায়ালা অনুগ্রহকারী ব্যক্তিদের ভালোবাসেন । @২:১৯৫."

সূরার নাম: সূরা আল বাকারা, মক্কায় অবতীর্ণ, সূরার ক্রমিক নং: ২, সূরার আয়াত নং: ১৯৫.
[কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ, হাফেজ মুনির উদ্দীন আহমদ, প্ৰকাশক: আল কোরআন একাডেমী লণ্ডন ]

"হে ঈমানদাররা, তোমরা আমার দেয়া ধন সম্পদ থেকে (আমার পথে) ব্যয় করো- সে দিনটি আসার আগে, যেদিন কোনো রকম বেচাকেনা, বন্ধুত্ব ভালোবাসা থাকবে না- থাকবে না কোনো রকমের সুপারিশ; (এ দিনের) অস্বীকারকারীরাই হচ্ছে যালেম। @২:২৫৪."

সূরার নাম: সূরা আল বাকারা, মক্কায় অবতীর্ণ, সূরার ক্রমিক নং: ২, সূরার আয়াত নং: ২৫৪.
[কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ, হাফেজ মুনির উদ্দীন আহমদ, প্ৰকাশক: আল কোরআন একাডেমী লণ্ডন ]

"যারা নিজেদের ধন সম্পদ আল্লাহ তায়ালার পথে খরচ করে, তাদের উদাহরণ হচ্ছে একটি বীজের মতো, যে বীজটি বপন করার পর তা থেকে সাতটি শীষ বেরুলো, এর প্রতিটি শীষে রয়েছে একশ করে শস্য দানা; আল্লাহ তায়ালা যাকে চান তার জন্যে (এটাকে বহুগুণ বৃদ্ধি করে দেন; আল্লাহ তায়ালা অনেক প্রশস্ত, অনেক বিজ্ঞ। @২:২৬১."

"যারা আল্লাহ তায়ালার পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে এবং যা কিছু ব্যয় করে তা প্রচার করে বেড়ায় না, প্রতিদান চেয়ে (কাউকে) কষ্ট দেয় না, তাদের মালিকের কাছে তাদের জন্যে পুরস্কার (সংরক্ষিত) রয়েছে, (শেষ বিচারের দিন) এদের কোনো ভয় নেই, তারা (সেদিন) দুশ্চিন্তাগ্রস্তও হবে না। @২:২৬২."

সূরার নাম: সূরা আল বাকারা, মক্কায় অবতীর্ণ, সূরার ক্রমিক নং: ২, সূরার আয়াত নং: ২৬১,২৬২.
[কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ, হাফেজ মুনির উদ্দীন আহমদ, প্ৰকাশক: আল কোরআন একাডেমী লণ্ডন ]

"(অপরদিকে) যারা আল্লাহ তায়ালার সন্তুষ্টি এবং নিজেদের মানসিক অবস্থাকে (আল্লাহর পথে) সুদৃঢ় রাখার জন্যে নিজেদের ধন সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ হচ্ছে, যেন তা কোনো উঁচু পাহাড়ের উপত্যকায় একটি (সজ্জিত) ফসলের বাগান, যদি সেখানে প্রবল বৃষ্টিপাত হয় তাহলে ফসলের পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পায়, আর তা না হলেও শিশির বিন্দুগুলোই (ফসলের জন্য) যথেষ্ট হয়, আল্লাহ তায়ালা ভালো করেই পর্যবেক্ষণ করেন তোমরা কে কি কাজ করো। @২:২৬৫."

সূরার নাম: সূরা আল বাকারা, মক্কায় অবতীর্ণ, সূরার ক্রমিক নং: ২, সূরার আয়াত নং: ২৬৫.
[কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ, হাফেজ মুনির উদ্দীন আহমদ, প্ৰকাশক: আল কোরআন একাডেমী লণ্ডন ]

"১৭৯. আল্লাহ তায়ালা কখনো মোমেনদের- তোমরা বর্তমানে যে (ভালো মন্দে মিশানো) অবস্থার ওপর - আছো এর ওপর ছেড়ে দিতে চান না, যতোক্ষণ না তিনি পাকপবিত্র (মানুষ)দের অপবিত্র (লোক)দের থেকে আলাদা করে দেবেন; (একইভাবে) এটাও আল্লাহ তায়ালার কাজ নয় যে, তিনি তোমাদের গায়বের কিছু অবহিত করবেন, তবে আল্লাহ তায়ালা তাঁর রসূলদের মাঝ থেকে যাকে চান তাকে (বিশেষ কাজের জন্যে) বাছাই করে নেন, অতপর তোমরা আল্লাহ তায়ালা ও তাঁর রসূলদের ওপর বিশ্বাস স্থাপন করো, তোমরা যদি (আল্লাহর ওপর) ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো, তাহলে তোমাদের জন্যে মহাপুরস্কার থাকবে। @৩:১৭৯."

সূরার নাম: সূরা আলে-ইমরান, মদীনায় অবতীর্ণ, সূরার ক্রমিক নং: ৩, সূরার আয়াত নং: ১৭৯.
[কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ, হাফেজ মুনির উদ্দীন আহমদ, প্ৰকাশক: আল কোরআন একাডেমী লণ্ডন ]

"প্রতিটি জীবকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে; (হে মানুষ,) আমি তোমাদের মন্দ ও ভালো (এ উভয়) অবস্থার মধ্যে ফেলেই পরীক্ষা করি; অতপর (তোমাদের) আমার কাছেই ফিরিয়ে আনা হবে । @২১:৩৫."

সূরার নাম: সূরা আল আম্বিয়া, মক্কায় অবতীর্ণ, সূরার ক্রমিক নং: ২১, সূরার আয়াত নং: ৩৫.
[কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ, হাফেজ মুনির উদ্দীন আহমদ, প্ৰকাশক: আল কোরআন একাডেমী লণ্ডন ]

"যিনি মৃত্যু ও জন্ম সৃষ্টি করেছেন, যাতে করে তিনি তোমাদের যাচাই(পরীক্ষা) করে নিতে পারেন যে, কর্মক্ষেত্রে কে তোমাদের মধ্যে উত্তম। তিনি সর্বশক্তিমান, তিনি অসীম ক্ষমাশীল, @৬৭:২."

সূরার নাম: সূরা আল মুলক, মক্কায় অবতীর্ণ, সূরার ক্রমিক নং: ৬৭, সূরার আয়াত নং: ২.
[কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ, হাফেজ মুনির উদ্দীন আহমদ, প্ৰকাশক: আল কোরআন একাডেমী লণ্ডন ]

"২. আমি মানুষকে সৃষ্টি করেছি (নারী পুরুষের) মিশ্রিত শুক্র থেকে, যেন আমি তাকে (তার ভালো মন্দের ব্যাপারে) পরীক্ষা করতে পারি, অতপর (পরিক্ষার উপযোগী করে তোলার জন্যে) তাকে আমি শ্রবণ ও দৃষ্টিশক্তিসম্পন্ন করে পয়দা করেছি। @৭৬:২."

"৩. আমি তাকে (চলার) পথ দেখিয়ে দিয়েছি, সে চাইলে (আল্লাহর) কৃতজ্ঞ হবে, না হয় (অকৃতজ্ঞ ) কাফের হয়ে যাবে । @৭৬:৩."

সূরার নাম: সূরা আদ্ দাহর, মদীনায় অবতীর্ণ, সূরার ক্রমিক নং: ৭৬, সূরার আয়াত নং: ২,৩.
[কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ, হাফেজ মুনির উদ্দীন আহমদ, প্ৰকাশক: আল কোরআন একাডেমী লণ্ডন ]