মুখের জড়তা দূরের আদব ও দু'আ

Rumman Ansari   2023-03-23   Developer   islam > Inertness of the face is far away manners and du'a   332 Share

৭. মুখের জড়তা দূরের আদব ও দু'আ

নম্র ও ভদ্রভাবে মানুষকে ভাল কাজের উপদেশ দিব এবং মন্দ কাজ হতে বিরত রাখব ও আল্লাহ তা'আলার কাছে বেশী বেশী দু'আ করব ।

رَبِّ الهُرَحْ لِي صَدْرِي وَيَضِرْ لي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةٌ مِنْ لِسَاني. يَفْقَهُوا قَوْلِي

মুখের জড়তা দূরের আদব ও দু'আ
Figure: মুখের জড়তা দূরের আদব ও দু'আ

উচ্চারণ : রব্বিশ্ রহ্লী সদ্রী ওয়া ইয়াস্সির্-লী আম্রী ওয়াহ্ লুল ‘উক্বদাতাম্ মিল্‌ লিসা-নী ইয়া্ফ ক্বাহু ক্বাওলী ।

অর্থ : হে আমার রব! আমার বক্ষ প্রশস্ত করে দাও এবং আমার কাজ সহজ করে দাও, আমার জিহ্বা হতে জড়তা দূর করে দাও যাতে তারা আমার কথা বুঝতে পারে ।

সূরা ত্ব-হা- ২০ : ২৫-২৮ আয়াত ।