রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর প্রতি আদব ও দু'আ

Rumman Ansari   2023-03-21   Developer   islam > Adab and dua wasallam to the Prophet   273 Share

৫. রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর প্রতি আদব ও দু'আ

সহীহ হাদীসের আলোকে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সুন্নাহ অনুযায়ী আল্লাহর ইবাদাত করব এবং সকল প্রকার বিদ্আত থেকে বিরত থাকব । সাহাবী-তাবি'ঈ, ইমাম-মুজতাহিদ, অলী-আওলিয়া ও পীর-মুর্শেদ সকলের ওপরে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে প্রাধান্য দিব এবং তার প্রতি দরূদ পড়ব । যে ব্যক্তি রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর প্রতি একবার দরূদ পাঠ করে, আল্লাহ তার প্রতি দশবার রহমত বর্ষণ করেন ।

* সহীহ মুসলিম- হাঃ ৩৮৪ ।