উম্মে সালামাহ হিন্দ বিনতে আবু উমাইয়াহ

Rumman Ansari   Software Engineer   2023-09-24   183 Share
☰ Table of Contents

Table of Content:


উম্মে সালামাহ হিন্দ বিনতে আবু উমাইয়াহ

নাম্বার নবীজির স্ত্রী নবীজির বয়স স্ত্রী বয়স অন্যান্য তথ্য
৬. উম্মে সালামাহ হিন্দ বিনতে আবু উমাইয়াহ
(أُمُّ سَلَمَةَ هِنْدٌ بِنْتُ أَبِي أُمَيَّةَ)
৫৬ ২৬ অন্যান্য তথ্য:
  • বিবাহ সন ৪ হি.;
  • মৃত্যুসন ৬০ হি.;
  • দাফন- মদীনা;
  • বয়স ৮০ বছর।
  • দাম্পত্য জীবন- ৭ বছর।
  • স্ত্রীদের মধ্যে তিনি সবশেষে মৃত্যুবরণ করেন।

পিতা মাতা


জন্ম


মৃত্যু


বিবাহ

ক্রমিক সংখ্যা স্বামীদের নাম সন্তান-সন্ততি ও অন্যান্য তথ্য
1 আবু সালামাহর

রাসূল (ছাঃ)-এর আপন ফুফাতো ভাই ও দুধভাই আবু সালামাহর ছিলেন।

আবু সালামাহ বদর ও ওহোদ যুদ্ধে শরীক হন।

ওহোদে যখমী হয়ে শাহাদাত বরণ করেন।

2 মুহাম্মাদ বিন আব্দুল্লাহ রাসূলুল্লাহ (ﷺ) দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে উম্মে সালামাহ রাসূল (ছাঃ)-এর সাথে বিবাহিতা হন।

ইসলাম গ্রহণ


যুদ্ধে অংশগ্রহণ