নবীজির স্ত্রীগণ

Rumman Ansari   Software Engineer   2023-10-09   242 Share
☰ Table of Contents

Table of Content:


নবীজির স্ত্রীগণ

নাম্বার নবীজির স্ত্রী নবীজির বয়স স্ত্রী বয়স অন্যান্য তথ্য
১. খাদীজা বিনতে খুওয়াইলিদ
(خَدِيجَةُ بِنْتُ خُوَيْلِدٍ)
২৫ ৪০ অন্যান্য তথ্য:
  • পূর্বে তিনি দুই স্বামী হারান।
  • মৃত্যুসন- রামাযান ১০ম নববী বর্ষ;
  • দাফন- মক্কার ‘হাজূনে’;
  • মৃত্যুকালে বয়স ৬৫।
  • রাসূল (ছাঃ)-এর সাথে তাঁর দাম্পত্যকাল- ২৪ বছর ৬ মাস বা প্রায় ২৫ বছর।
  • তিনি বেঁচে থাকা অবধি রাসূল (ছাঃ) দ্বিতীয় বিয়ে করেননি।
২. সওদা বিনতে যাম‘আহ
(سَوْدَةُ بِنْتُ زَمْعَةَ)
৫০ ৫০ অন্যান্য তথ্য:
  • বিবাহ সন- শাওয়াল ১০ম নববী বর্ষ;
  • মৃত্যুসন- ১৯ হি.;
  • দাফন- মদীনা; বয়স ৭২।
  • রাসূল (ছাঃ)-এর সাথে দাম্পত্য জীবন- ১৪ বছর।
  • রাসূল (ছাঃ)-এর মৃত্যুর পর স্ত্রীদের মধ্যে তিনিই প্রথম মৃত্যুবরণ করেন।
৩. আয়েশা বিনতে আবুবকর
(عَائِشَةُ بِنْتُ أَبى بَكْرٍ)
৫৪ বিয়ের সময় বয়স ৬, স্বামীগৃহে আগমনের বয়স ৯ অন্যান্য তথ্য:
  • বিবাহ সন- শাওয়াল ১১ নববী বর্ষ।
  • বিয়ের সময় বয়স ৬, স্বামীগৃহে আগমনের বয়স ৯, শাওয়াল ১ হিজরী, মৃত্যুসন- ৫৭ হি.;
  • দাফন- মদীনা;
  • বয়স- ৬৩।
  • দাম্পত্য জীবন-১০ বছর।
৪. হাফছাহ বিনতে ওমর
(حَفْصَةُ بِنْتُ عُمَرَ)
৫৫ ২২ অন্যান্য তথ্য:
  • বিবাহ শা‘বান ৩ হিজরী;
  • মৃত্যুসন-৪১হি.;
  • দাফন- মদীনা;
  • বয়স-৫৯।
  • দাম্পত্য জীবন- ৮ বছর।
৫. যয়নব বিনতে খুযায়মা
(زَيْنَبُ بِنْتُ خُزَيْمَةَ)
৫৫ প্রায় ৩০ অন্যান্য তথ্য:
  • রাসূল (ছাঃ)-এর সাথে চতুর্থ বিবাহ হয়।
  • বিবাহ সন ৩ হিজরী;
  • মৃত্যুসন ৩ হি.,
  • বয়স ৩০;
  • দাফন- মদীনা;
  • দাম্পত্য জীবন ২ অথবা ৩ মাস।
৬. উম্মে সালামাহ হিন্দ বিনতে আবু উমাইয়াহ
(أُمُّ سَلَمَةَ هِنْدٌ بِنْتُ أَبِي أُمَيَّةَ)
৫৬ ২৬ অন্যান্য তথ্য:
  • বিবাহ সন ৪ হি.;
  • মৃত্যুসন ৬০ হি.;
  • দাফন- মদীনা;
  • বয়স ৮০ বছর।
  • দাম্পত্য জীবন- ৭ বছর।
  • স্ত্রীদের মধ্যে তিনি সবশেষে মৃত্যুবরণ করেন।
৭. যয়নব বিনতে জাহশ
(زَيْنَبُ بِنْتُ جَحْشٍ)
৫৭ ৩৬ অন্যান্য তথ্য:
  • বিবাহ সন ৫হি.
  • মৃত্যুসন ২০হি.;
  • দাফন- মদীনা;
  • বয়স ৫১ বছর।
  • দাম্পত্য জীবন- ৬ বছর।
৮. জুওয়াইরিয়া বিনতুল হারেছ
(جُوَيْرِيَةُ بِنْتُ الْحَارِثِ)
৫৭ ২০ অন্যান্য তথ্য:
  • বিবাহ শা‘বান ৫হি.;
  • মৃত্যু সন ৫৬হি.;
  • দাফন- মদীনা;
  • বয়স ৭১।
  • দাম্পত্য জীবন- ৬ বছর।
৯. উম্মে হাবীবাহ রামলাহ বিনতে আবু সুফিয়ান
(أُمُّ حَبِيبَةَ رَمْلَةُ بِنْتِ أبي سُفْيَانَ)
৫৮ ৩৬ অন্যান্য তথ্য:
  • বিবাহ মুহাররম ৭হি.;
  • মৃত্যু সন- ৪৪হি.;
  • দাফন- মদীনা;
  • বয়স ৭২।
  • দাম্পত্য জীবন- ৪ বছর।
১০. ছাফিইয়াহ বিনতে হুয়াই বিন আখত্বাব
(صَفِيَّةُ بِنْتُ حُيَىِّ بنِ أَخْطَبَ)
৫৯ ১৭ অন্যান্য তথ্য:
  • বিবাহ ছফর ৭হি.;
  • মৃত্যুর সন ৫০ হি.;
  • বয়স ৬০;
  • দাফন- মদীনা;
  • দাম্পত্য জীবন- ৪ বছর।
১১. মায়মূনা বিনতুল হারেছ
(مَيْمُونَةُ بِنْتُ الْحَارِثِ)
৫৯ ৩৬ অন্যান্য তথ্য:
  • বিবাহ যুলক্বা‘দাহ ৭ হি.;
  • মৃত্যুর সন ৫১ হি.;
  • দাফন মক্কার নিকটবর্তী ‘সারিফে’;
  • বয়স ৮০।
  • দাম্পত্য জীবন- সোয়া তিন বছর।