জুওয়াইরিয়া বিনতুল হারেছ

Rumman Ansari   Software Engineer   2023-09-24   167 Share
☰ Table of Contents

Table of Content:


জুওয়াইরিয়া বিনতুল হারেছ

নাম্বার নবীজির স্ত্রী নবীজির বয়স স্ত্রী বয়স অন্যান্য তথ্য
৮. জুওয়াইরিয়া বিনতুল হারেছ
(جُوَيْرِيَةُ بِنْتُ الْحَارِثِ)
৫৭ ২০ অন্যান্য তথ্য:
  • বিবাহ শা‘বান ৫হি.;
  • মৃত্যু সন ৫৬হি.;
  • দাফন- মদীনা;
  • বয়স ৭১।
  • দাম্পত্য জীবন- ৬ বছর।

পিতা মাতা

ইনি বনু মুছত্বালিক্ব নেতা হারেছ বিন আবু যাররাবের কন্যা ছিলেন। ৫ম হিজরীতে বনু মুছত্বালিক্ব যুদ্ধে বন্দী হয়ে রাসূল (ছাঃ)-এর সাথে বিবাহিতা হন এবং রাসূল (ছাঃ)-এর শ্বশুরকুল হওয়ার সুবাদে একশ’-এর অধিক যুদ্ধবন্দীর সবাইকে মুক্তি দেওয়া হয়। ফলে তারা সবাই মুসলমান হয়ে যায়। জুওয়াইরিয়ার প্রথম স্বামী ছিলেন মুসাফিহ বিন সুফিয়ান মুছতালিক্বী। তিনি মোট ৭টি হাদীছ বর্ণনা করেন। তন্মধ্যে বুখারী ২টি, মুসলিম ২টি। বাকী ৩টি অন্যান্য হাদীছ গ্রন্থে।


জন্ম


মৃত্যু


বিবাহ

ক্রমিক সংখ্যা স্বামীদের নাম সন্তান-সন্ততি ও অন্যান্য তথ্য
1 মুসাফিহ বিন সুফিয়ান মুছতালিক্বী --
2 মুহাম্মাদ বিন আব্দুল্লাহ রাসূলুল্লাহ (ﷺ) --

ইসলাম গ্রহণ


যুদ্ধে অংশগ্রহণ