-
A.
আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বের করে দিতেন না।
-
B.
ইবলিস আল্লাহর সৃষ্টিকুলের সেরা বলে গণ্য হত।
-
C.
ইবলিস আল্লাহর আদেশ অমান্য করত না।
-
D.
ইবলিস আদমকে সিজদা করত।
Correct Option: BExplanation:
উত্তর: B) ইবলিস আল্লাহর সৃষ্টিকুলের সেরা বলে গণ্য হত।
ইবলিস ছিলেন একজন অত্যন্ত জ্ঞানী ফেরেশতা। তিনি আল্লাহর জ্ঞানের অনেক বিষয় জানতেন। কিন্তু তার জ্ঞান ছিল তাকওয়া বিহীন। তিনি আল্লাহর ভয় না করে নিজের ইচ্ছা পূরণের জন্য চেষ্টা করতেন। এই কারণেই তিনি আল্লাহর আদেশ অমান্য করেন এবং আদমকে সিজদা করতে অস্বীকার করেন।
আল্লাহ পাক ইবলিসের এই অবাধ্যতায় ক্রুদ্ধ হন এবং তাকে শাস্তি দেন। তিনি ইবলিসকে জান্নাত থেকে বের করে দেন এবং তাকে অভিশপ্ত করেন।
এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে জ্ঞান যতই বেশি হোক না কেন, তাকওয়া ছাড়া তা কোন কাজে আসে না। তাকওয়াই হলো ঈমানের মূল ভিত্তি। তাকওয়া বিহীন জ্ঞান শুধুমাত্র অহংকার এবং বিপদ বয়ে আনে।