-
A.
নিউক্লিয়াস
-
B.
সাইটোপ্লাজম
-
C.
কোশপর্দা
-
D.
মাইটোকন্ড্রিয়া
Correct Option: AExplanation:
Answer: (ক) নিউক্লিয়াস
Explanation:
কোষের ভেতরে যে অঙ্গাণুটি জীবের বংশগত বৈশিষ্ট্য ধারণ করে তাকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে DNA নামক এক ধরনের জৈব অণু থাকে। DNA অণুর মধ্যে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন থাকে। তাই নিউক্লিয়াসকে কোষের নিয়ন্ত্রণকেন্দ্র বলা হয়।
SEO Description:
নিউক্লিয়াস হলো কোষের ভেতরে অবস্থিত একটি গোলাকার অঙ্গাণু। এটি কোষের ভেতরে ঘটে চলা নানা প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াসের মধ্যে DNA নামক এক ধরনের জৈব অণু থাকে। DNA অণুর মধ্যে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন থাকে। তাই নিউক্লিয়াসকে কোষের নিয়ন্ত্রণকেন্দ্র বলা হয়।
Tags:
নিউক্লিয়াস, কোষ, নিয়ন্ত্রণকেন্দ্র, জিন, বংশগত বৈশিষ্ট্য, DNA, ক্রোমোজোম, নিউক্লিয় পর্দা, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন জালিকা, নিউক্লিওলাস, রাইবোজোম