- A পর্দাবিহীন
- B পর্দাযুক্ত
- C দ্বিমেমব্রেব্লাউন্ড
- D কোনটিই নয়
- Share this MCQ
Answer: (ক) পর্দাবিহীন
Explanation:
রাইবোজোম (Ribosome) কোষের একটি পর্দাবিহীন অঙ্গাণু। এটি কোষের সাইটোপ্লাজমে অবস্থিত বা এন্ডোপ্লাজমীয় জালিকার রুক্ষ তলদেশে আবদ্ধ থাকে। রাইবোজোমের মূল কাজ হলো প্রোটিন সংশ্লেষণ।
প্রোটিন হলো জীবনের গঠন ও কাজের জন্য অপরিহার্য এক প্রকার জৈব অণু। রাইবোজোম কোষের DNA থেকে প্রোটিন সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী পায়।
রাইবোজোমের গঠন দুটি সাব-ইউনিট নিয়ে গঠিত। এই সাব-ইউনিটগুলো RNA এবং প্রোটিন দিয়ে গঠিত। রাইবোজোমের প্রতিটি সাব-ইউনিটের একটি গহ্বর রয়েছে। এই গহ্বরগুলোতে প্রোটিন সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় ম্যাট্রিক্স RNA (mRNA) এবং ট্রান্সফার RNA (tRNA) প্রবেশ করে।
রাইবোজোম mRNA এবং tRNA থেকে প্রোটিন সংশ্লেষণ করে। এই প্রক্রিয়াকে ট্রান্সলেশন বলা হয়। ট্রান্সলেশন প্রক্রিয়াতে রাইবোজোম mRNA থেকে অ্যামিনো অ্যাসিডের ক্রম পড়ে এবং tRNA থেকে অ্যামিনো অ্যাসিড সংগ্রহ করে। তারপর রাইবোজোম অ্যামিনো অ্যাসিডগুলোকে পেপটাইড বন্ধনে যুক্ত করে প্রোটিন সংশ্লেষণ করে।
রাইবোজোম কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণুগুলোর মধ্যে একটি। এটি কোষের সব ধরনের প্রোটিন সংশ্লেষণ করে। কোষের প্রতিটি কাজের জন্য প্রোটিন প্রয়োজন। তাই রাইবোজোম কোষের সব কাজের জন্যই গুরুত্বপূর্ণ।
Share this MCQ