মাতার দিক থেকে নবী করীম (সা.) এর বংশ ধারা বর্ননা কর।

প্রশ্নোত্তরে ইসলামী জ্ঞান >   আমাদের প্রিয় নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম) >   আমাদের প্রিয় নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম)  

Short Question

114


Answer:

উত্তর : মাতার দিক থেকে নবী করমী (সা.) এর বংশ ধারা নিম্নরূপ ঃ *মুহাম্মাদ ইবনে আমিনা বিনতে ওহাব ইবনে আবদে মানাফ ইবনে জুহরা ইবনে কিলাব ।' এ থেকে বুঝা গেলো যে, কিলাব ইবনে মুররা পর্যন্ত গিয়ে নবীজী (সা.) এর মাতা-পিতার উভয়ের বংশধারা মিলিত হয়ে যায়।




Join Our telegram group to ask Questions

Click below button to join our groups.