ইরহাসাত কাকে বলে?

প্রশ্নোত্তরে ইসলামী জ্ঞান >   আমাদের প্রিয় নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম) >   আমাদের প্রিয় নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম)  

Short Question

592


Answer:

উত্তর : সূর্যোদয়ের পূর্বে যেমনিভাবে সুবহে সাদিকের বিশ্বব্যাপী আলোকছটা ও লাল আভা পৃথিবীকে সূর্যোদয়ের সু-সংবাদ প্রদান করে; তেমনিভাবে নবুওয়্যাতের সূর্যোদয়ের সময় যখন ঘনিয়ে এলো, তখন বিশ্বের দিকে দিকে এমন সব ঘটনাবলী প্রকাশ হতে লাগলো যা মহানবী (সা.) এর শুভাগমনের সু-সংবাদ বহন করছিল। মুহাদ্দিস ও ঐতিহাসিকগণের পরিভাষায় এটাকে (জন্মের পূর্বের এ সকল পূর্বাভাসকে) ইরহাসাত বলা হয় ।




Join Our telegram group to ask Questions

Click below button to join our groups.