যুদ্ধ Questions and Answers

Read tutorials from যুদ্ধ


Question List:

1. বদর যুদ্ধ কখন সংঘটিত হয়?

2. বদর যুদ্ধে মুসলমান ও কাফেরদের সৈন্য সংখ্যা কত ছিল?

3. বদর যুদ্ধের ফলাফল কি ছিল?

4. কত জন কাফের নিহত হয় ও বন্দী হয় এবং কতজন মুসলমান শহীদ হয়?

5. এ যুদ্ধে কাফেরদের একজন বড় নেতা নিহত হয়। তার নাম কি?

6. আবু জাহেলকে কে হত্যা করে?

7. কোন যুদ্ধের দিনকে কুরআনে ‘ইয়াউমুল ফুরকান’ বা সত্য-মিথ্যার মাঝে পার্থক্যকারী দিন বলে উল্লেখ করা হয়েছে?

8. তৃতীয় হিজরীতে কোন যুদ্ধটি সংঘটিত হয়?

9. কোন যুদ্ধে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর দাঁত শহীদ হয়?

10. কোন যুদ্ধে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর দাঁত শহীদ হয়?

11. উহুদ যুদ্ধে মুসলমান ও কাফেরদের সৈন্য সংখ্যা- কত ছিল?

12. উহুদ যুদ্ধে কতজন মুসলমান শহীদ হন?

13. চতুর্থ হিজরীতে ইহুদীদের সাথে একটি যুদ্ধ সংঘটিত হয় এবং ইহুদীদেরকে মদীনা থেকে বের করে দেয়া হয়। ইতিহাসে এ যুদ্ধের নাম কি?

14. খন্দকের যুদ্ধ কখন সংঘটিত হয়?

15. এ যুদ্ধকে খন্দকের যুদ্ধ বলে নামকরণের কারণ কি?

16. এ যুদ্ধের (খন্দকের যুদ্ধ) আরেকটি নাম আছে। তা কি?

17. এ যুদ্ধকে আহযাবের যুদ্ধ হিসেবে নামকরণের কারণ কি?

18. খন্দকের যুদ্ধ কত দিন স্থায়ী ছিল?

19. এ যুদ্ধে (খন্দকের যুদ্ধ) কারা বিজয় লাভ করে?

20. এ যুদ্ধকে (খন্দকের যুদ্ধ) কেন্দ্র করে পবিত্র কুরআনে একটি সূরা নাযিল হয়। সূরাটির নাম কি?

21. কখন খায়বার বিজয় হয়?

22. খায়বার যুদ্ধটি কাদের সাথে ছিল?

23. খায়বার যুদ্ধে কত জন মুসলমান অংশ নিয়েছিলেন?

24. খায়বার যুদ্ধে হতাহতের পরিমাণ কি ছিল?

25. খায়বার থেকে ফেরার পথে রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যুদ্ধ বন্দি এক ইহুদী সরদারের কন্যাকে মুক্ত করে দেন অতঃপর তাকে বিবাহ করেন। তাঁর নাম কি?

26. ৮ম হিজরীতে রোমান সৈন্যদের সাথে মুসলমানদের একটি বিশাল যুদ্ধ হয়। তার নাম কি?

27. মূ’তার যুদ্ধে রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পরপর তিনজন সেনাপতি নিয়োগ করেন। তারা সকলেই যুদ্ধে শহীদ হন। তারা কে কে ছিলেন?

28. মু'তার যুদ্ধে উভয় পক্ষে সৈন্য সংখ্যা কত ছিল?

29. মূ’তার যুদ্ধে হতাহতের সংখ্যা কত ছিল?

30. কোন্ সেনাপতির হাতে এ যুদ্ধে মুসলমানগণ জয়লাভ করেন?

31. হুনায়ন যুদ্ধ কখন সংঘটিত হয়?

32. কোন সেই যুদ্ধ যেখানে কাফেরদের তুলনায় মুসলমানদের সৈন্য সংখ্যা বেশী ছিল?

33. কোন্ সেই যুদ্ধ যেখানে কাফেরদের তুলনায় মুসলমানদের সৈন্য সংখ্যা বেশী থাকা সত্বেও প্রথমে মুসলমানগণ পরাজিত হয়, অতঃপর বিজয় লাভ করে?

34. হুনায়ন যুদ্ধের কথা পবিত্র কুরআনের কোন্ সূরায় উল্লেখ আছে?

35. রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর জীবনের শেষ যুদ্ধ কোনটি ছিল?

36. তাবুক যুদ্ধ কখন সংঘটিত হয়?

37. কাদের বিরুদ্ধে তাবুক যুদ্ধ হয়?

38. তাবুক যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল?

39. তাবুক যুদ্ধের ফলাফল কি ছিল?

40. ইসলামের ইতিহাসে কোন যুদ্ধের বাহিনীকে জাইশুল উশরা বা ‘কঠিন অভাবী বাহিনী' বলা হয়?

41. কোন্ সূরায় তাবুক যুদ্ধের ঘটনা উল্লেখ আছে?

42. তাবুক যুদ্ধের প্রস্তুতির সময় মুসলমানদের ধোকা দেয়ার জন্য মুনাফিকরা একটি মসজিদ নির্মাণ করে। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মসজিদটি ধ্বংস করে দেন। কুরআনে মসজিদটিকে কি নামে উল্লেখ করা হয়েছে?

43. উহুদ কি? উহুদ যুদ্ধ কোন তারিখে সংঘটিত হয়েছিল?

44. উহুদ যুদ্ধর প্রেক্ষাপট বর্ণনা করতঃ উভয় বাহিনীর প্রস্তুতি গ্রহণের বিবরণ পেশ কর।

45. উহুদ যুদ্ধের সময় স্বল্পবয়সী সাহাবীদের জিহাদে যাওয়ার স্পৃহা সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও ৷

46. রাসূলে আকরাম (সা.) উহুদ যুদ্ধে কিভাবে সৈন্য বিন্যস্ত করেছিলেন?

47. উহুদ যুদ্ধের বিবরণ পেশ কর।

48. রাসূলে করীম (সা.) এর নূরানী চেহারা যখম হওয়া এবং দান্দান মুবারক শহীদ হওয়ার বিবরণ দাও।

49. উহুদ যুদ্ধে রাসূলে আকরাম (সা.) কে কাফিরদের আক্রমণ থেকে রক্ষার জন্যে সাহাবায়ে কিরাম (রা.) এর আত্মোৎসর্গের বিবরণ দাও ।

50. উহুদ যুদ্ধে কাফিরদের কয়জন নিহত হয় এবং মুসলমানদের কয় জন শহীদ হন?