রাসূলে করীম (সা.) এর নূরানী চেহারা যখম হওয়া এবং দান্দান মুবারক শহীদ হওয়ার বিবরণ দাও।

প্রশ্নোত্তরে ইসলামী জ্ঞান >   যুদ্ধ >   উহুদ যুদ্ধ  

Short Question

115


Answer:

উত্তর : কুরাইশদের প্রসিদ্ধ বীর আব্দুল্লাহ ইবনে কামিয়া মুসলিম বাহিনীর কাতার ভেদ করতে করতে অগ্রসর হয়ে রাসূলে করীম (সা.) এর চেহারা মুবারকের উপর তলোয়ারের আঘাত হানলো। যার ফলে শিরস্ত্রানের (লৌহ টুপীর) দুটি কড়া চেহারা মুবারকের মধ্যে বিদ্ধ হয়ে গেলো এবং একটি দাঁত মুবারক শহীদ হলো। হযরত সিদ্দীকে আকবর (রা.) কড়া দুটি বের করার জন্যে অগ্রসর হলেন। তখন হযরত আবু উবাইদা ইবনে জাররাহ (রা.) কসম দিয়ে বলেলন- আল্লাহর ওয়াস্তে এ খিদমতটুকু আমাকে করতে দিন। এ বলে তিনি অগ্রসর হয়ে হাতের পরিবর্তে দাঁতের দ্বারা কড়া দুটি টান দিলেন। প্রথমবারে একটি কড়া বের হলো। তবে সাথে সাথে তাঁর একটি দাঁত ও উপড়ে গেলো। এ দেখে পুনরায় হযরত সিদ্দীকে আকবর (রা.) অপর কড়াটি বের করার জন্য অগ্রসর হলে, হযরত আবু উবাইদা (রা.) পুনরায় কসম দিয়ে তাঁকে বিরত রাখলেন এবং নিজে দ্বিতীয়বার একই ভাবে দাঁত দ্বারা দ্বিতীয় কড়াটি বের করলেন এবং এর সাথে তাঁর আরো একটি দাঁত পড়ে গেলো। -ইবনে হিব্বান, তাবরানী দারাকুতনী প্রভৃতি, কানয এর সুত্রে ৫ম খঃ২৭৪ পৃঃ।




Join Our telegram group to ask Questions

Click below button to join our groups.