- A মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুৎ করা এবং তাকে ধোঁকা দেওয়া।
- B মানুষকে সাহায্য করা।
- C আল্লাহর ইবাদত করা।
- D মানুষকে সঠিক পথে পরিচালিত করা।
- Share this MCQ
উত্তর: A) মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুৎ করা এবং তাকে ধোঁকা দেওয়া।
ইবলিস বা শয়তানের একমাত্র কাজ হল মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুৎ করা এবং তাকে ধোঁকা দেওয়া। তিনি মানুষকে বিভিন্নভাবে প্ররোচিত করে, তাদেরকে পাপের দিকে ধাবিত করে। তিনি মানুষকে এমন কাজ করতে প্ররোচিত করে যা আল্লাহর নির্দেশের বিরুদ্ধে।
কুরআনে ইবলিসকে "আস-সাইয়্যাত" বা "শয়তান" নামে উল্লেখ করা হয়েছে। এর অর্থ হল "প্রতারক" বা "ধোকাবাজ"। ইবলিস নিজেও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন, কিন্তু তিনি আল্লাহর নির্দেশ অমান্য করেছিলেন এবং আদমকে সিজদা করতে অস্বীকার করেছিলেন। এই কারণেই তিনি অভিশপ্ত হয়েছিলেন এবং তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল।
ইবলিস এখন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য একটি পরীক্ষা। মানুষকে আল্লাহর পথে চলতে হলে ইবলিসকে প্রতিহত করতে হবে। ইবলিস মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে। মানুষকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
Share this MCQ