- A দ্বিতীয় শতাব্দীতে
- B দ্বিতীয় বিশ্বযুদ্ধে
- C সপ্তম শতাব্দীতে
- Share this MCQ
Answer:
C
Click me to Read more Question & Answer of
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সালামের জন্মের আগে
Share this MCQ
পারসিক সাম্রাজ্য: ইরানের প্রাচীনতম ধর্ম মাযদাইয়্যাত ধর্মের স্থান দখল করল যরদশত ধর্ম। এ ধর্মের প্রতিষ্ঠাতা যরদত্ত খৃ. পূ. সপ্তম শতাব্দীতে আবির্ভূত হন। পারসিক সাম্রাজ্য প্রাচ্যের রোমান সাম্রাজ্যের তুলনায় (মহান রোম সাম্রাজ্য থেকে পৃথক হওয়ার পর আপন আয়তন, আয়-আমদানির উপায়-উপকরণ ও শান-শওকতের ক্ষেত্রে অনেক বড় ছিল । এর ভিত্তি স্থাপিত হয়েছিল সম্রাট আর্দেশীরের হাতে ২২৪ খৃস্টাব্দে। আপন উত্থানকালে আসিরিয়া, খূষিস্তান, মিডিয়া, পারস্য, আযারবায়জান, তারারিস্তান, সারাখস, মারজান, কিরমান, মার্ভ,বলখ, সুগাদ, সীস্তান, হেরাত, খুরাসান, খাওয়ারিযম, ইরাক ও য়ামন সবগুলোই তাঁর শাসনাধীনে ছিল। কোন এক যুগে সিন্ধুনদের অববাহিকার মধ্যবর্তী জেলাসমূহ ও তার গতিপথের আশপাশের প্রদেশগুলো অর্থাৎ কচ্ছ, কাথিয়াওয়াড়, মালব ও সেসবের গোটা এলাকা তাদের শাসনাধীনে ছিল ।
[তথ্যসূত্র: নবীয়ে রহমত - সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম - সাইয়েদ আবুল হাসান আলী নদভী - আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী অনূদিত - পৃষ্ঠা নম্বর: 54-55]Share this MCQ