- A আমর ইবন আবদুদও
- B সা'দ ইবন মু'আয (রা)
- C হযরত আলী (রা)
- Share this MCQ
উম্মুল-মু'মিনীন হযরত আয়েশা (রা) সে সময় বনী হারিছার দুর্গে অন্যান্য মুসলিম মহিলাদের সঙ্গে অবস্থান করছিলেন। তখন পর্যন্ত পর্দার হুকুম নাযিল হয়নি। তিনি বর্ণনা করেন, সা'দ ইবন মু'আয (রা) একদিন দুর্গের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তখন এত ছোট লৌহবর্ম পরিধান করেছিলেন যে, তাঁর গোটা হাতটাই ছিল এর বাইরে। তিনি রণসঙ্গীত গাইতে গাইতে যাচ্ছিলেন। তাঁর মা তাঁকে এ অবস্থায় দেখে বলেন : বেটা! তুমি অনেক দেরী করে ফেলেছ, তাড়াতাড়ি যাও। হযরত আয়েশা (রা) বর্ণনা করেন, আমি তাকে বললাম : উম্মু সা'দ (সা'দ-এর মা)! আল্লাহ্র কসম, আমার মন বলছে সা'দ-এর লৌহবর্ম এর চেয়ে যদি আরেকটু বড় হত । অনন্তর তাই হল যার আশঙ্কা হযরত আয়েশা (রা) প্রকাশ করেছিলেন । এই খোলা হাতের ওপর একটা তীর এমনভাবেই এসে লাগল যে, তাতে হাতের মূল শিরাটাই কেটে গেল। ফলে তিনি এই আঘাতের পরিণতিতে বনী কুরায়জা অভিযানে শাহাদাতবরণ করেন।
[তথ্যসূত্র: নবীয়ে রহমত - সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম - সাইয়েদ আবুল হাসান আলী নদভী - আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী অনূদিত - পৃষ্ঠা নম্বর: 273]
Share this MCQ