- A যুবাইর ইবনু ‘আউওয়াম (রাঃ)
- B মুনযির ইবনু ‘আমর (রাঃ)
- C যুবাইর (রাঃ)
- Share this MCQ
Answer:
B
Click me to Read more Question & Answer of
উহুদের যুদ্ধ সম্পর্কিত বাংলা কুইজ
Share this MCQ
উত্তর: মুনযির ইবনু ‘আমর (রাঃ)
ব্যাখ্যা: পাঠ্যতে বলা হয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) মুনযির ইবনু ‘আমর (রাঃ)-কে মুসলিম বাহিনীর দক্ষিণ বাহুর অধিনায়ক নিযুক্ত করেছিলেন।
রাসূলুল্লাহ (ﷺ) অবশিষ্ট সৈন্যের শ্রেণীবিন্যাস এভাবে করেন যে, দক্ষিণ বাহুর উপর মুনযির ইবনু ‘আমর (রাঃ)-কে নিযুক্ত করেন এবং বাম বাহুর উপর নিযুক্ত করেন, যুবাইর ইবনু ‘আউওয়াম (রাঃ)-কে আর মিক্বদাদ ইবনু আসওয়াদ (ﷺ)-কে তার সহকারীর দায়িত্ব অর্পণ করা হয়। যুবাইর (রাঃ)-এর উপর এ দায়িত্ব অর্পিত হয় যে, তিনি খালিদ ইবনু ওয়ালিদের (যিনি তখনও মুসলিম হন নি) ঘোড়সওয়ার বাহিনীকে প্রতিরোধ করবেন। এ শ্রেণীবিন্যাস ছাড়াও সারির সম্মুখভাগে এমন বাছাইকৃত মুসলিম বীর মুজাহিদদেরকে নিযুক্ত করা হয় যাদের বীরত্বের খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল এবং যাদের প্রত্যেককে হাজারের সমান মনে করা হতো।
Share this MCQ