- A মুসলিম বাহিনীর সংখ্যার স্বল্পতা পূরণ করা
- B মুসলিম বাহিনীর পিছন ও দক্ষিণ দিক রক্ষা করা এবং শত্রুদের আক্রমণ প্রতিহত করা।
- C মুসলিম বাহিনীকে যুদ্ধক্ষেত্রের সবচেয়ে উত্তম স্থানে অবস্থান করানো
- D শত্রুদের পশ্চাদ্ধাবনকারীদের হাত থেকে মুসলিম বাহিনীকে রক্ষা করা
- Share this MCQ
Answer:
B
Click me to Read more Question & Answer of
উহুদের যুদ্ধ সম্পর্কিত বাংলা কুইজ
Share this MCQ
ব্যাখ্যা: পাঠ্যতে বলা হয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) মুসলিম বাহিনীর পিছন ও দক্ষিণ দিক রক্ষা করার জন্যে একটি পাহাড়কে আড়াল করে নেন এবং যে গিরি পথ দিয়ে মুসলিম বাহিনীর উপর আক্রমণের আশঙ্কা ছিল ওটা তিনি তীরন্দাযদের মাধ্যমে সুরক্ষিত করে নেন। এছাড়াও, তিনি বাছাই করা বীর পুরুষদের একটি দল গঠন করে সামরিক সংখ্যার স্বল্পতা পুরণ করে দেন। এসব পদক্ষেপের মাধ্যমে মুসলিম বাহিনীর পিছন ও দক্ষিণ দিক রক্ষা করা এবং শত্রুদের আক্রমণ প্রতিহত করা সম্ভব হয়েছিল।
[তথ্যসূত্র: আর-রাহীকুল মাখতূম বা মোহরাঙ্কিত জান্নাতী সুধা - শাইখুল হাদীস আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.) -অনুবাদ - আব্দুল খালেক রহমানী, মুয়ীনুদ্দীন আহমাদ - পৃষ্ঠা নম্বর: 297]Share this MCQ