- A হ্যাঁ
- B না
- Share this MCQ
আজ প্রতিযোগিতা চলছিল শাহাদাতের মাধ্যমে অনন্ত সৌভাগ্য লাভের ব্যাপারে আর এ প্রতিযোগিতা চলছিল রক্ত সম্বন্ধীয় ভাই এবং হৃদয়ের গভীর বন্ধনে আবদ্ধ বন্ধুদের মধ্যে। হযরত আবদুর রহমান ইবন 'আওফ (রা) বর্ণনা করেন, বদর যুদ্ধে আমি আমার বাহিনীর মধ্যে অবস্থান করছিলাম। এমন সময় হঠাৎ চোখ তুলতেই দেখতে পেলাম আমার ডাইনে ও বামে দু'জন অল্পবয়স্ক তরুণ। এ দু'জন তরুণকে দেখে আমি খুব আশ্বস্ত হতে পারলাম না। আমি চিন্তা করছিলাম । এমন সময়ে তরুণ দু'জনের একজন তার সাথীর অগোচরে আমার কানের কাছে এসে চুপিসারে বললঃ চাচা! আমাকে একটু আবূ জেহেলকে দেখিয়ে দিন । আমি বললাম : তাকে তোমার কি দরকার? সে বললঃ আমি আল্লাহ্র সঙ্গে প্রতিজ্ঞা করেছি যে, তাকে যেখানেই দেখতে পাই অমনি তার কম্ম সাবাড় করব, অন্যথায় নিজের জীবনটাই বিলিয়ে দেব। অপরজনও তেমনি চুপিসারে একই কথা আমার কানে কানে বলল । হযরত আবদুর রহমান ইবন আওফ (রা) বলেন, আমি আবূ জেহেলের দিকে কেবলই ইশারা করেছি অমনি তরুণ দু'জন বাজপাখীর মতই তার ওপর ঝাঁপিয়ে পড়ল এবং সেখানেই তাকে লাশে পরিণত করল। তরুণদ্বয় ছিল 'আফরার কলিজার টুকরো নয়নের পুত্তলি।
আবূ জেহেলের পতন হলে রাসূলুল্লাহ (সা) বলেনঃ আবূ জেহেল ছিল এই উম্মতের ফেরাউন।
Share this MCQ