- A উমায়র (রা)
- B মিহজা (রা)
- Share this MCQ
রাসূলুল্লাহ (সা)-এর যবান মুবারকে এ কথা উচ্চারিত হতেই হযরত উমায়র ইবনু’ল-হুমাম আনসারী (রা) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! সেই জান্নাত কি আসমান ও যমীন বরাবর? তিনি বললেন, হ্যাঁ। এতে উমায়র (রা) বলে উঠলেনঃ বাহ! বাহ! রাসূলুল্লাহ (রা) তখন তাকে লক্ষ করে বললেন : এ তুমি কী বলছ ? উমায়র (রা) বললেনঃ হে আল্লাহ্র রাসূল! না, অন্য কিছু নয়। আমি এই ধারণার বশে বলছি যাতে এই জান্নাত আমার ভাগ্যে জুটে যায়। তিনি বললেনঃ হ্যাঁ, হ্যাঁ, তুমি এই জান্নাত লাভ করবে। এরপর উমায়র (রা) তাঁর তূনীর থেকে কিছু খেজুর বের করলেন এবং খেতে লাগলেন । এরপর হঠাৎ করেই বলে উঠলেনঃ যদি আমি এই খেজুরগুলো শেষ হওয়া অবধি অপেক্ষা করি তাহলে অনেক বেশি দেরী হয়ে যাবে । এতক্ষণ বেঁচে থাকার মত ধৈর্য আমার নেই । এই বলে অবশিষ্ট খেজুরগুলো তিনি ছুঁড়ে ফেলে দিলেন এবং যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন এবং শহীদ হয়ে গেলেন । বদর যুদ্ধে তিনিই ছিলেন প্রথম শহীদ।
[তথ্যসূত্র: নবীয়ে রহমত - সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম - সাইয়েদ আবুল হাসান আলী নদভী - আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী অনূদিত - পৃষ্ঠা নম্বর: 240]Share this MCQ