- A ১৭ই রমজান মুতাবেক ৬ই আগষ্ট ৬১০ খৃষ্টাব্দে
- B ১২ই রবিউল আওয়াল মুতাবেক ৮ই আগষ্ট ৬১০ খৃষ্টাব্দে
- C ৭ই রমজান মুতাবেক ১২ই আগষ্ট ৬১১ খৃষ্টাব্দে
- D ২৫ ই রমজান মুতাবেক ১৬ই আগষ্ট ৬১০ খৃষ্টাব্দে
- Share this MCQ
নবুওয়াত লাভ: এভাবেই একদা তিনি হেরা গুহায় তশরীফ আনেন এমন সময় তাঁকে নবুওয়াতের পদমর্যাদা দিয়ে সরফরায করার পবিত্র মুহূর্ত এসে যায় । জন্মের ৪১তম বছরে ১৭ রমযান তারিখের ঘটনা (মুতাবিক ৬ আগস্ট, ৬১০ খৃ.) জাগ্রত ও চৈতন্যাবস্থায় সংঘটিত হয়। তাঁর সামনে হেরা গুহায় ফেরেশতা আগমন করেন এবং বলেন : পড়ুন। তিনি উত্তর দিলেন : আমি পড়তে জানি না । রাসূলুল্লাহ (সা) বলেন, এরপর ফেরেশতা আমাকে বুকের সঙ্গে জাপটে ধরে এমন জোরে চাপ দিলেন যে, আমি কষ্ট অনুভব করলাম। এরপর তিনি আমাকে ছেড়ে দিলেন এবং বললেন : পড়ুন । আমি বললাম : আমি পড়তে জানি না। এরপর তিনি পুনরায় আমাকে ধরলেন এবং এমন জোরে বুকের সঙ্গে চেপে ধরলেন যে, আমি তাঁর চাপ তীব্রভাবে অনুভব করলাম । অতঃপর তিনি আমাকে ছেড়ে দিলেন এবং বললেন: পড়ুন। আমি বললাম, আমি পড়তে জানি না। তিনি পুনরায় আমাকে ধরে পূর্বের মতই চাপ দিলেন এবং ছেড়ে দিলেন।
Share this MCQ