- A ১২ বছর বয়সে
- B ৮ বছর বয়সে
- C ১৩ বছর বয়সে
- D ৯ বছর বয়সে
- Share this MCQ
Answer:
D
Click me to Read more Question & Answer of
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সালামের জীবনী - বাংলা ইসলামিক কুইজ
Share this MCQ
চাচা আবূ তালিবের সঙ্গে:
দাদার ইনতিকালের পর তিনি চাচা আবূ তালিবের সঙ্গে থাকতে লাগলেন । তিনি ছিলেন পিতা আবদুল্লাহ্র সহোদর। ‘আবদুল-মুত্তালিব তাঁকে তাঁর দেখাশোনা ও তাঁর সঙ্গে উত্তম আচরণের নিমিত্ত বরাবর উপদেশ দিতেন। এ জন্য তিনি একাগ্র চিত্তে তাঁর দিকে মনোযোগ দেন এবং আপন সন্তান 'আলী, জাফর ও আকীল (রা)-এর চেয়েও বেশী কোমল, স্নেহপরবশ, যত্ন-তদবীর ও প্রতিপালনপ্রবণ হয়ে রাসূলুল্লাহ (সা)-কে সাথে রাখেন।
বলা হয়ে থাকে যে, একবার আবূ তালিব বাণিজ্য উপলক্ষে একটি কাফেলার অন্তর্ভুক্ত হয়ে সিরিয়া যাচ্ছিলেন। এ সময় রাসূলুল্লাহ (সা)-এর বয়স ছিল নয় বছর । তিনি চাচাকে রওয়ানা হতে দেখেই জড়িয়ে ধরেন। আবূ তালিব এতে খুব অভিভূত হয়ে পড়েন এবং ভাতিজাকে সফরসঙ্গী হিসাবে গ্রহণ করেন।
Share this MCQ