- A আব্বাস
- B হামজা
- C আবু লাহাব
- D আবু তালেব
- Share this MCQ
আবু তালিবের তত্ত্বাবধান
আবদুল মুত্তালিবের ইন্তেকালের পর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাচার কাছে লালিত-পালিত হতে লাগলেন। তৎকালে বনু লেহাব গোত্রের এক ব্যক্তি মানুষের দৈহিক লক্ষণসমূহ দেখে ভাগ্য বিচার করতো। কুরাইশরা তাদের সন্তানদের নিয়ে ভাগ্য জানতে তার কাছে ভিড় জমাতো। অন্যদের সাথে আবু তালিবও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে উক্ত গণকের কাছে গেলেন। গণক তাঁর দিকে তাকিয়ে পরক্ষণেই কি যেন একটু ভাবলেন এবং বললেন এ বালককে নিয়ে একটু বিশেষভাবে মনোযোগ দিতে হবে। আবু তালিব বিশ্বনবীর প্রতি গণকের বিশেষ মনোযোগ লক্ষ্য করে তাঁকে কৌশলে সরিয়ে দিলেন। এতে গণক বলল, ‘তোমাদের এ কি কাণ্ড! বালকটাকে আমার কাছে আবার নিয়ে এসো। আল্লাহর কসম, এ এক অসাধারণ বালক।’
কিছুদিন পর আবু তালিব সিরিয়ায় বাণিজ্যে রওয়ানা হলেন। বিশ্বনবীও চাচার সঙ্গে যাওয়ার আবদার করলেন। স্নেহবিগলিত চাচা তার আবদার রক্ষার্থে তাকে সঙ্গে নিয়ে গেলেন। চাচা আবু তালিব তাকে সর্বদা সঙ্গে সঙ্গে রাখতেন।
পথিমধ্যে বুসরা এলাকায় পৌছলে বিশ্বনবীকে কেন্দ্র করে বাহিরা খ্রিস্টান পাদ্রী আপ্যায়নের ব্যবস্থা করলেন। আপ্যায়নের পর তিনি বিশ্বনবীর সঙ্গে কথা বলে নিশ্চিত হলেন এ শিশু মুহাম্মাদ হবেন শেষ নবী। তিনি চাচা আবু তালিবকে সতর্ক করে দিলেন ইহুদিদের থেকে বিশ্বনবীকে নিরাপদ রাখতে। এবং সফর বাতিল করে মক্কায় ফিরে যেতে। চাচা আবু তালিব তাই করলেন। যাত্রা বিরতি দিয়ে তিনি মক্কায় ফিরে এলেন। তিনি বিশ্বনবীকে একা রেখে কোথাও যেতেন না।
এমনকি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুয়্যত প্রাপ্তির পরও তিনি নিজে ইসলাম গ্রহণ না করলেও নবুয়্যতের কাজে তাঁকে সার্বিক সহযোগিতা করতেন। তাঁর জীবদ্দশায় মক্কায় বিশ্বনবীকে কেউ কিছু বলার সাহস পেত না।
সুতরাং যদিও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বয়সভেদে ধাত্রীমাতা হালিমা, নিজ মা আমিনা, দাদা আবদুল মুত্তালিব, চাচা আবু তালিবের তত্ত্বাবধানে ছিলেন প্রকৃত পক্ষে আল্লাহ তাআলাই তাঁকে সব সময় সব কাজে তত্ত্ববধান করতেন।
সমগ্র বিশ্ববাসীর জন্য যিনি রহমত। রবিউল আউয়াল মাসে এ মহামানবের আদর্শ প্রচার, প্রসার এবং ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় পর্যায়ের সকল ক্ষেত্রে তাঁর আদর্শ বাস্তবায়নই হোক ঈমানের দাবি। আল্লাহ তাআলা উম্মাতে মুহাম্মাদীকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আলোক উজ্জ্বলময় জীবনী প্রচার এবং এ থেকে উত্তম শিক্ষা লাভের সৌভাগ্য দান করুন। আমিন।
Share this MCQ