রাসূলুল্লাহ (সা) তিরিশ হাজার মুজাহিদসহ মদীনা থেকে তাবূক অভিমুখে রওয়ানা হন । এর পূর্বে আর কোন যুদ্ধে এত বিপুল সংখ্যক মুসলমান ছিল না । তিনি ছানিয়্যাতুল-বিদা' নামক স্থানে সৈন্যদের ছাউনি ফেলার নির্দেশ দিলেন এবং মুহাম্মাদ ইবন মাসলামা আনসারী (রা)-কে মদীনার শাসক নিয়োগ করেন ।
[তথ্যসূত্র: নবীয়ে রহমত - সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম - সাইয়েদ আবুল হাসান আলী নদভী - আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী অনূদিত ]