- A শরৎ মৌসুম
- B হেমন্ত মৌসুম
- C গ্রীষ্ম মৌসুম
- D বর্ষা মৌসুম
- Share this MCQ
Answer:
C
Click me to Read more Question & Answer of
তাবুক যুদ্ধ
Share this MCQ
৯ম হিজরীর রজব মাসে এই যুদ্ধ সংঘটিত হয়। তখন প্রচণ্ড গ্রীষ্ম মৌসুম। খেজুর পাকার সময়। রৌদ্রের প্রচণ্ড তাপ থেকে আশ্রয় খুঁজতে একটু ছায়া তখন অনেক মিষ্টি মধুর মনে হত । আর তিনি এমনি এক সময় এই যুদ্ধের নিমিত্ত দীর্ঘ সফরের নিয়ত করলেন। যেহেতু পানিবিহীন শুষ্ক মরু বিয়াবান পাড়ি দিতে হবে, ওদিকে মুকাবিলা করতে হবে এক কঠিন শত্রুর, তাই তিনি মুসলমানদেরকে আগে ভাগেই এ সম্পর্কে জানিয়ে দিয়েছিলেন যে, এবারকার অভিযান কোন দিকে পরিচালিত হবে যাতে তারা এজন্য ভাল রকম প্রস্তুতি গ্রহণ করতে পারে। এই সময়টাই ছিল খুবই টানাটানির ও দুর্ভিক্ষের বছর ।
[তথ্যসূত্র: নবীয়ে রহমত - সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম - সাইয়েদ আবুল হাসান আলী নদভী - আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী অনূদিত - "হুনাইন যুদ্ধ " নামক অধ্যায় থেকে]Share this MCQ