- A গলজি বস্তু
- B মাইটোকন্ড্রিয়া
- C রাইবোজোম
- D কোনটিই নয়
- Share this MCQ
Answer:
A
Click me to Read more Question & Answer of
প্রাণীকোশের গঠন
Share this MCQ
Answer: (ক) গলজি বস্তু
Explanation:
এন্ডোপ্লাজমীয় জালিকা (endoplasmic reticulum) কোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু। এটি কোষের সাইটোপ্লাজম জুড়ে একটি জটিল নল ও থলির নেটওয়ার্ক গঠন করে। এন্ডোপ্লাজমীয় জালিকার দুটি প্রধান ধরন রয়েছে:
- মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা (smooth endoplasmic reticulum): এটি কোষের বিষাক্ত পদার্থগুলোকে নিষ্ক্রিয় করার কাজ করে। এছাড়াও এটি লিপিড (lipid) ও স্টেরয়েড (steroid) সংশ্লেষণে ভূমিকা রাখে।
- রুক্ষ এন্ডোপ্লাজমীয় জালিকা (rough endoplasmic reticulum): এটি রাইবোজোম দিয়ে আবৃত থাকে। রাইবোজোমগুলো প্রোটিন সংশ্লেষণ করে এবং সেগুলোকে রুক্ষ এন্ডোপ্লাজমীয় জালিকায় পরিবহন করে। এন্ডোপ্লাজমীয় জালিকায় প্রোটিনগুলো সংশোধন ও প্যাকেজিং করা হয়।
এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে গলজি বস্তুর সৃষ্টি হয়। গলজি বস্তু প্রোটিনগুলোকে আরও সংশোধন ও প্যাকেজিং করে এবং সেগুলোকে কোষের বিভিন্ন অংশে পরিবহন করে অথবা কোষের বাইরে নিঃসরণ করে।
Share this MCQ