- A এন্ডোপ্লাজমীয় জালিকা ও নিউক্লিয়াস
- B মাইটোকন্ড্রিয়া ও রাইবোজোম
- C হরমোন ও উৎসেচক
- D কোনটিই নয়
- Share this MCQ
Answer:
C
Click me to Read more Question & Answer of
প্রাণীকোশের গঠন
Share this MCQ
Answer: (গ) হরমোন ও উৎসেচক
Explanation:
গলজি বস্তু (Golgi bodies) কোষের সাইটোপ্লাজমে অবস্থিত এক ধরনের অঙ্গাণু। এগুলো নিউক্লিয়াসের কাছে অবস্থান করে। গলজি বস্তুর মূল কাজ হলো কোষের বিভিন্ন অংশে পরিবহনের জন্য প্রোটিনগুলোকে সংশোধন ও প্যাকেজিং করা। এছাড়াও গলজি বস্তু কোষের বাইরে নিঃসৃত হওয়ার জন্য বিভিন্ন পদার্থের সংশ্লেষণ ও প্যাকেজিং করে।
গলজি বস্তু বিভিন্ন হরমোন ও উৎসেচকের পরিবহন ও ক্ষরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ, গলজি বস্তু ইনসুলিন হরমোন ও পেপসিন উৎসেচকের পরিবহন ও ক্ষরণ করে।
Share this MCQ