- A দুই ভাগে
- B তিন ভাগে
- C চার ভাগে
- D পাঁচ ভাগে
- Share this MCQ
Answer: (ক) দুই ভাগে
Explanation:
কোষের নিউক্লিয়াস পর্দা ও নিউক্লীয় জালিকা আছে কি না তার উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা যায়।
প্রোকারিওটিক কোষ: নিউক্লিয়াস পর্দা ও নিউক্লীয় জালিকা অনুপস্থিত। ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়া প্রোকারিওটিক কোষের উদাহরণ।
ইউক্যারিওটিক কোষ: নিউক্লিয়াস পর্দা ও নিউক্লীয় জালিকা উপস্থিত। উদ্ভিদ, প্রাণী, ছত্রাক, পতঙ্গ ইত্যাদি কোষ ইউক্যারিওটিক কোষের উদাহরণ।
সুতরাং, কোষের নিউক্লিয়াস পর্দা ও নিউক্লীয় জালিকার উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা যায়।
ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়ার মতো পর্দাবিহীন নিউক্লীয় বস্তুযুক্ত কোশকে প্রোক্যারিওটিক (Pro : পুরোনো; Karyon : নিউক্লিয়াস ) বলে। ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়া ছাড়া অন্য অধিকাংশ উদ্ভিদ ও প্রাণীকোশের নিউক্লিয়াসে পর্দা ও নিউক্লীয় জালিকা দেখা যায়। এরা হলো ইউক্যারিওটস (Eu: প্রকৃত; Karyon : নিউক্লিয়াস)।
Share this MCQ