- A ইউক্যারিওটিক কোষ
- B প্রোকারিওটিক কোষ
- C উভয়ই
- D কোনটিই নয়
- Share this MCQ
Answer:
B
Click me to Read more Question & Answer of
প্রাণীকোশের গঠন
Share this MCQ
Answer: (খ) প্রোকারিওটিক কোষ
Explanation:
নিউক্লিয়াস পর্দা ও নিউক্লীয় জালিকা অনুপস্থিত থাকা কোষকে প্রোকারিওটিক কোষ বলে। ব্যাকটেরিয়া কোষ হলো প্রোকারিওটিক কোষ। তাই, ব্যাকটেরিয়া কোষের নিউক্লিয়াস পর্দা ও নিউক্লীয় জালিকা অনুপস্থিত।
ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াস পর্দা ও নিউক্লীয় জালিকা থাকে। তাই, বহুকোষী জীবের নিউক্লিয়াসের মতো নিউক্লিয়াস শুধুমাত্র ইউক্যারিওটিক কোষে পাওয়া যায়।
বহুকোশী জীবের নিউক্লিয়াসের মতো নিউক্লিয়াস ব্যাকটেরিয়া কোশে থাকে না (নিউক্লীয় পর্দা ও নিউক্লীয় জালিকা অনুপস্থিত)। কিন্তু পেঁয়াজের কোশ বা মুখের ভেতরের দেয়ালের কোশ নিয়ে পর্যবেক্ষণ করলে দেখা যায় এদের নিউক্লিয়াস পর্দা দিয়ে ঘেরা। আর তার ভেতরে নিউক্লীয় জালিকা আছে।
Share this MCQ