- A পুষ্টি
- B শ্বসন
- C সঞ্চলন
- D অভিযোজন
- Share this MCQ
Answer:
A
Click me to Read more Question & Answer of
মানুষের দেহের কোশের আকৃতি
Share this MCQ
Answer: (ক) পুষ্টি
Explanation: পুষ্টি হলো জীবন্ত দেহের প্রক্রিয়া, যার মাধ্যমে দেহ খাদ্য থেকে শক্তি ও পুষ্টির উপাদান গ্রহণ করে এবং তা ব্যবহার করে গঠন, বৃদ্ধি, মেরামত ও রক্ষণাবেক্ষণ করে। পুষ্টির পাঁচটি প্রধান ধাপ রয়েছে:
খাদ্যগ্রহণ: জীবন্ত দেহ খাদ্য গ্রহণ করে মুখ দিয়ে।
পরিপাক: খাদ্যকে ভেঙে ছোট ছোট অংশে পরিণত করতে এনজাইম ব্যবহার করা হয়।
শোষণ: পরিপাককৃত খাদ্য ক্ষুদ্রান্ত্র থেকে রক্তে শোষিত হয়।
আত্তীকরণ: শোষিত খাদ্য রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন কোষে পৌঁছে দেওয়া হয়।
অপাচ্য খাদ্য বহিষ্করণ: পরিপাক হয়নি এমন খাদ্য মলদ্বার দিয়ে বহিষ্কৃত হয়।
পুষ্টির এই পাঁচটি ধাপ জীবন্ত দেহের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য অপরিহার্য। পুষ্টির অভাবের কারণে বিভিন্ন ধরনের রোগ দেখা দিতে পারে।
Share this MCQ