- A রেগুলেশন
- B শ্বসন
- C পরিপাক
- D অভিযোজন
- Share this MCQ
Answer: শ্বসন
Explanation:
শ্বসন হলো একটি জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে বায়ুমণ্ডল থেকে শরীরে প্রবেশ করে অক্সিজেন এবং শরীর থেকে বায়ুমণ্ডলে নির্গত হয় কার্বন ডাই অক্সাইড। শ্বসনের মাধ্যমে শরীরে শক্তি উৎপন্ন হয়।
শ্বসন দুই ধরনের হয়:
বাহ্যিক শ্বসন: বায়ুমণ্ডল থেকে শরীরে অক্সিজেন গ্রহণ এবং শরীর থেকে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড নির্গমকে বলা হয় বাহ্যিক শ্বসন।
অভ্যন্তরীণ শ্বসন: কোষের সাইটোপ্লাজমে গ্লুকোজের অক্সিডেশন প্রক্রিয়াকে বলা হয় অভ্যন্তরীণ শ্বসন।
বাহ্যিক শ্বসন মূলত ফুসফুসের মাধ্যমে হয়। ফুসফুসে বায়ুথলি থাকে যাকে অ্যালভিওলি বলা হয়। অ্যালভিওলিতে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদানপ্রদান হয়।
অভ্যন্তরীণ শ্বসন কোষের সাইটোপ্লাজমের মাইটোকন্ড্রিয়ায় হয়। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিকেন্দ্র বলা হয়। মাইটোকন্ড্রিয়ায় গ্লুকোজ অক্সিডাইজ হয়ে শক্তি উৎপন্ন হয়।
Share this MCQ