- A মাইক্রোমিটার বা মাইক্রন
- B মিলিমিটার বা মিলি
- C সেন্টিমিটার বা সেন্টি
- D মিটার বা মিটার
- Share this MCQ
Answer: (ক) মাইক্রোমিটার বা মাইক্রন
Explanation: কোশের আকার সাধারণত মাইক্রোমিটার বা মাইক্রনে মাপা হয়। একটি মাইক্রোমিটার বা মাইক্রন হলো এক মিটারের এক মিলিয়ন ভাগের এক ভাগ। অধিকাংশ কোষের আকার কয়েক মাইক্রোমিটার থেকে কয়েকশ মাইক্রোমিটার পর্যন্ত হয়। তবে, কিছু কোষ, যেমন উটপাখির ডিম, অনেক বড়। উটপাখির ডিমের ব্যাস প্রায় 15 সেন্টিমিটার এবং এর ওজন প্রায় 1.5 কিলোগ্রাম।
কোশের আকার সাধারণত মাইক্রোমিটার বা মাইক্রন দিয়ে মাপা হয়। 1 মাইক্রোমিটার 1 মিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগ। 1 মিটার = 1000 মিলিমিটার, 1 মিলিমিটার = 1000 মাইক্রোমিটার, 1 মাইক্রোমিটার(um) = 1000 ন্যানোমিটার এবং 1 ন্যানোমিটার(nm) = 10 অ্যাংস্ট্রম (Å)। এ হিসাবে কোনো বাক্যের শেষে যে যতিচিহ্ন (Full Stop) আমরা ব্যবহার করি তাতে 1 মাইক্রন মাপের 400 টি কোশ এঁটে যায়। অধিকাংশ কোশের আকার 5-10 মাইক্রন।
মিলিমিটার, সেন্টিমিটার এবং মিটার হলো বৃহত্তর একক যা সাধারণত কোষের আকার পরিমাপ করতে ব্যবহৃত হয় না।
Share this MCQ