- A লম্বা ও সরু কোষ
- B বহুভুজাকার কোষ
- C গোলাকার কোষ
- D ডিম্বাকৃতির কোষ
- Share this MCQ
Answer: বহুভুজাকার কোষ
Explanation: বহুভুজাকার কোষগুলি উদ্ভিদের মূল বা কাণ্ডের অগ্রভাগে থাকে এবং ক্রমাগত বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করে। এই কোষগুলিকে মেরিস্টেম্যাটিক কোষ বলা হয়। মেরিস্টেম্যাটিক কোষগুলি উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বহুভুজাকার কোষগুলির মূল বৈশিষ্ট্য হল যে এগুলির আকৃতি বহুভুজের মতো। এগুলির সাইটোপ্লাজম প্রচুর পরিমাণে থাকে এবং এতে অনেকগুলি রাইবোসোম থাকে। এসব রাইবোসোম প্রোটিন সংশ্লেষণ করে, যা নতুন কোষ তৈরিতে সাহায্য করে।
মেরিস্টেম্যাটিক কোষগুলি দুই প্রকারের হয়: প্রাথমিক মেরিস্টেম্যাটিক কোষ এবং দ্বিতীয়িক মেরিস্টেম্যাটিক কোষ। প্রাথমিক মেরিস্টেম্যাটিক কোষগুলি উদ্ভিদের বীজে অবস্থিত এবং উদ্ভিদের দৈর্ঘ্যবৃদ্ধিতে ভূমিকা পালন করে। দ্বিতীয়িক মেরিস্টেম্যাটিক কোষগুলি উদ্ভিদের মূল ও কাণ্ডের পুরুত্ববৃদ্ধিতে ভূমিকা পালন করে।
মূল বা কাণ্ডের অগ্রভাগে যে কোশগুলো থাকে তারা ক্রমাগত বিভাজিত হয় ৷ এ ধরনের কোশগুলো বহুভুজাকার । আবার কাণ্ডের ভেতরে মূল থেকে পাতা পর্যন্ত জলের ঊর্ধ্বমুখী সংবহনের সঙ্গে যে কোশগুলো যুক্ত তারা আবার নলাকার ।
Share this MCQ