- A স্নায়ুকোশ দৈর্ঘ্যে অনেক বেশি
- B স্নায়ুকোশের কোনো নিউক্লিয়াস থাকে না।
- C স্নায়ুকোশ বিভক্ত হতে পারে না।
- D স্নায়ুকোশ অন্য কোশের সাথে যোগাযোগ করতে পারে না।
- Share this MCQ
Answer: (ক) স্নায়ুকোশ দৈর্ঘ্যে অনেক বেশি হয়।
অন্যান্য কোশের তুলনায় স্নায়ুকোশ দৈর্ঘ্যে অনেক বেশি হয়। আর এর মূল কোশদেহ তারার মতো বা গোলাকার ও তার সঙ্গে নানা আকৃতির শাখা-প্রশাখা যুক্ত থাকে। এরা পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে (আলোক শব্দ, গন্ধ, স্বাদ, চাপ, ব্যথা ও তাপ ইত্যাদি) ও তাকে পরিবহন করে। এভাবে জীবদেহের বাইরের ও ভেতরের পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করে।
Explanation: স্নায়ুকোশ মানবদেহের দীর্ঘতম কোষ। স্নায়ুকোশের দৈর্ঘ্য কয়েক মিলিমিটার থেকে কয়েক মিটার পর্যন্ত হতে পারে। স্নায়ুকোশগুলির এই দীর্ঘ দৈর্ঘ্য শরীরের বিভিন্ন অংশের সাথে যোগাযোগ করতে সাহায্য করে।
অন্যান্য কোশের তুলনায় স্নায়ুকোশের আরেকটি উল্লেখযোগ্য পার্থক্য হল যে স্নায়ুকোশ বিভক্ত হতে পারে না। অর্থাত, কোনো স্নায়ুকোশ মারা গেলে তা আর ফিরে আসে না। তাই স্নায়ুকোশের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।
স্নায়ুকোশগুলি অন্য কোশের সাথে যোগাযোগ করার জন্য সিনাপস নামক বিশেষ সংযোগ ব্যবহার করে। সিনাপসের মাধ্যমে স্নায়ুকোশগুলি তথ্য আদান-প্রদান করে। এই তথ্য আদান-প্রদান শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের সঠিকভাবে কাজ করতে সাহায্য করে।
Share this MCQ