- A Surah Nisa
- B Surah Nahal
- C Surah Namal
- D Surah Ambia
- Share this MCQ
‘দা-ব্বাতুল আরদ’ (কিয়ামতের অন্যতম নিদর্শন) সম্পর্কে কোন সূরায় আলোচিত হয়েছে ?
A) সূরা নিসা
B) সূরা নাহল
C) সূরা নামল
D) সূরা আম্বিয়া
২৭ সূরাঃ আন-নামাল | An-Naml | سورة النمل - আয়াতঃ ৮২
যখন ঘোষিত শাস্তি তাদের উপর এসে যাবে তখন আমি মাটির গহবর হতে বের করব এক জীব, যা তাদের সাথে কথা বলবে; এ জন্য যে, মানুষ আমার নিদর্শনে অবিশ্বাসী। মুজিবুর রহমান
And when the word befalls them, We will bring forth for them a creature from the earth speaking to them, [saying] that the people were, of Our verses, not certain [in faith]. Sahih International
* কিয়ামতের অন্যতম নিদর্শন হল ‘দাববাতুল আরদ’ বের হওয়া। ইমাম আহমদ (র.) বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দশটি নিদর্শন না দেখা পর্যন্ত কিয়ামত হবে না তন্মধ্যে অন্যতম হল, দাববাতুল আরদ বের হওয়া। ইবন কাছীর বলেন, শেষ যামানায় যখন মানুষ সৎকাজের আদেশ দেবে না, অসৎ কাজ হতে নিষেধ করবে না, সত্য দীন পরিবর্তন করবে এবং চারদিকে ফিতনা-ফাসাদ ছড়িয়ে পড়বে তখন ‘দাববাতুল আরদ’ বের হবে।
Click me to Read more Question & Answer of QuranShare this MCQ