-
A
জাহিলী মর্যাদাবোধ ও প্রতিশোধ স্পৃহা
-
B
ইসলামের প্রচার ও সাম্রাজ্য প্রসারণ
-
C
ধর্মীয় সম্প্রদায়ের প্রতি সহমর্মিতা সৃজন
-
D
কুরায়শদের সমর্থন প্রাপ্তি
A
Answer:
A
ওহুদ যুদ্ধের উদ্দেশ্য ছিল জাহিলী মর্যাদাবোধ এবং প্রতিশোধ স্পৃহা, যেহেতু বদর যুদ্ধে কুরায়শদের বড় বড় সর্দার মারা গিয়ে তাদের সঙ্গে অত্যন্ত আত্মসম্মানে ঘা হয়েছিল।
জাহিলী মর্যাদাবোধ ও প্রতিশোধ স্পৃহা:
বদর যুদ্ধে কুরায়শদের বড় বড় সর্দার মারা যায় এবং অবশিষ্ট ফৌজ বিক্ষিপ্ত অবস্থায় মক্কার দিকে পালিয়ে যায়। এই ঘটনার প্রতিক্রিয়া মক্কাবাসীদের মন-মানসে তীব্র হয়ে দেখা দেয়। এই পরাজয় তাদের জন্য এক মহাদুর্ঘটনার চেয়ে কম ছিল না। অনন্তর সেই সব লোক যাদের বাপ-বেটা ও ভাই মারা গিয়েছিল তারা সকলে আবূ সুফিয়ানের নিকট গমন করে এবং তার সঙ্গে ও কুরায়শ কাফেলায় যেসব লোকের অংশ ছিল সেসব লোকের সঙ্গেও এ ব্যাপারে পরামর্শ করে এবং তাদের টাকা-পয়সায় রাসূলুল্লাহ (সা)-এর বিরুদ্ধে একটি নতুন যুদ্ধ প্রস্তুতি শুরু করে কবিরা নিয়ম মাফিক তাদের আত্মসম্মানে ঘা দিতে শুরু করে এবং তাদের জাহিলী অহংবোধ উস্কে দেয়।