ঘুম হতে জাগার আদব ও দু'আ
১০. ঘুম হতে জাগার আদব ও দু'আ
ঘুম হতে জেগে দু'হাত দিয়ে চেহারা মুছে ফেলব এবং দু'আ বলব ।
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ.
উচ্চারণ : আল্হাম্দু লিল্লা-হিল্লাযী আহ্ইয়া-না- বা'দা মা- আমা-তানা- ওয়া ইলায়হিন্ নুশূর ।
অর্থ : ঐ আল্লাহ্ প্রশংসা, যিনি মৃত্যুর পর আমাদেরকে পুনরায় জীবিত করলেন । আর আমাদের প্রত্যাবর্তন তাঁরই নিকট ।
সহীহুল বুখারী- হাঃ ৬৩২৪ ।