পিতা-মাতার প্রতি আদব ও দু’আ
৮. পিতা-মাতার প্রতি আদব ও দু’আ
পিতা-মাতার প্রতি সর্বদা শ্রদ্ধাশীল হব, তাদের সদুপদেশ মেনে চলব এবং তাদের সেবা করব, আর আল্লাহর কাছে তাদের জন্য দু'আ করব ।
رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
উচ্চারণ : রব্বির হাম্হুমা- কামা- রব্বা ইয়া-নী সগীরা- ।
অর্থ : হে আমার রব! তাদের (পিতা-মাতার) দু'জনের প্রতি রহম করুন তেমনভাবে, তারা আমার ছোটকালে যেমনভাবে আমাকে লালন-পালন করেছেন।
সূরা বানী ইসরাঈল ১৭ : ২৪ আয়াত ।
رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ )
উচ্চারণ : রব্বানাগ্ ফিলী ওয়ালিওয়া-লি দাইয়্যা ওয়ালিল মু'মিনীনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব ।
অর্থ : : হে আমাদের রব! আমাকে ক্ষমা কর এবং আমার পিতা-মাতা ও সকল মু'মিন-মুসলিমদেরকে কিয়ামাতের দিবসে ক্ষমা কর ।*
সূরা ইবরাহীম ১৪ : ৪১ আয়াত ।