রোযা শব্দের বিশ্লেষণ

প্রশ্নোত্তরে ইসলামী জ্ঞান >   সিয়াম >   সিয়াম/রোযা  

Short Question

109


Answer:

রোযা শব্দের বিশ্লেষণ

আমাদের দেশে রোযা বলতে মানুষেরা যা বোঝেন তার আরবি প্রতিশব্দ সিয়াম। আরবি সিয়াম শব্দের শাব্দিক অর্থ কোনো জিনিস থেকে বিরত থাকা, চাই তা পানাহার হোক কিংবা কথাবার্তা অথবা চলাফেরা । তাই তো ঘোড়া খাওয়া দাওয়া ছেড়ে দিলে তাকে খায়লে সায়েম বলে । (মুফরাদাতে ইমাম রাগেব, ২য় খণ্ড-২৯৯ পৃষ্ঠা)

রমাযান মাসে প্রত্যেক প্রাপ্তবয়স্ক সক্ষম মুসলিম নারী ও পুরুষকে সুবহে সাদিক (কাক ভোর) থেকে সুর্যাস্ত পর্যন্ত বাধ্যতামূলকভাবে পানাহার ও যৌনসম্ভোগ, এবং অশ্লীল ও গর্হিত প্রভৃতি কাজ-কর্ম ও কথা-বার্তা থেকে বিরত থাকতে হয় বলে ঐ বিশেষ বিরতির নাম দেয়া হয়েছে রোযা বা রমযান। (ফাতহুল বারী ৪র্থ খণ্ড, ১০২ পৃ.)

রমযানের এগুরুত্বের কারণেই সাহাবায়ে কিরাম ছোট ছোট ছেলে-মেয়েদেরকেও রোযা রাখার অভ্যাস করাতেন। যেমন রুবাইয়্যি বিনতে মুআয (রা) বলেন, আমরা আমাদের বাচ্চাদেরকে রোযা রাখতাম এবং তাদের জন্য খেলনা · রাখতাম । অতঃপর তাদের মধ্যে কেউ যখন খাবার জন্য কাঁদতে তখন আমরা তাকে ওটা দিতাম । পরিশেষে ইফতারের সময় হয়ে যেত । (বুখারী হা: ২৬৩ পৃষ্ঠা) তথ্য সূত্র : সিয়াম ও রমাযান, হাফিয শাইখ আইনুল বারী আলিয়াবী,




Join Our telegram group to ask Questions

Click below button to join our groups.