রাত্রি জাগরণে করণীয়

প্রশ্নোত্তরে ইসলামী জ্ঞান >   সিয়াম >   সিয়াম/রোযা  

Short Question

118


Answer:

রাত্রি জাগরণে করণীয়:

* রমযানের প্রতিটি রাত জেগে ইবাদত করার অভ্যাস করুন। * প্রতি রাতে তারাবীহ পড়ুন ।

* খতমে কুরআন সহ তারাবী আদায়ের ব্যবস্থা করুন।

* তারাবীর রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া বিবাদ বিশৃঙ্খলা বন্ধ করুন।

* ২৬ রমযান রাতে খতম তারাবীহ শেষ হওয়ার পরও কুরআনের দীর্ঘ তিলাওয়াতে তারাবীহ আদায়ের চেষ্টা করুন।

* রাত জেগে ইবাদত করে মসজীদ গুলোকে রাতের ইবাদতে জমজমাট করে রাখুন ।

* প্রতিদিনের তারাবী হতে হাফেজ যে অংশটুকু পড়েন তারাবীর আগেই সে অংশটুকু আরবী ও তরজমাসহ পড়লে নামাযে বেশী আনন্দ ও মনোযোগ পাবেন।

* রমযানের শেষ দিকে বেশী সজাগ সচেতন ও সক্রিয় থাকুন ।

* প্রাত রাতে তাহাজ্জুদ আদায় করুন। সেহেরীর ৩০ মিনিট বা ১ ঘণ্টা আগে উঠে অজু করে ২ রাকাআত তাহিয়াতুল অজুসহ দু রাকাআত করে তাহাজ্জুদ পড়ুন ।




Join Our telegram group to ask Questions

Click below button to join our groups.