নবী করীম (সা.) এর জন্মের পূর্বে কি কি বরকত প্রকাশ পেয়েছিল? নবীজী (সা.) গর্ভে থাকাকালীন তাঁর মা কি কি স্বপ্ন দেখেছেন?

প্রশ্নোত্তরে ইসলামী জ্ঞান >   আমাদের প্রিয় নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম) >   আমাদের প্রিয় নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম)  

Short Question

113


Answer:

উত্তর : নবী করীম (সা.) এর আম্মাজান হযরত আমিনা (রা.) বর্ণনা করেন, তিনি যখন তাঁর গর্ভে স্থিতি লাভ করেন, তখন স্বপ্নযোগে তাঁকে এ সু-সংবাদ দেয়া হয় যে, তোমার গর্ভের এ সন্তানটি এ উম্মতের সরদার হবেন। তিনি ভূমিষ্ট হলে এ দু'আ করবে : ‘আমি তাঁকে এক আল্লাহর আশ্রয়ে সপে দিচ্ছি' । আর তাঁর নাম রাখবে মুহাম্মাদ। -সীরাতে ইবনে হিশাম

তিনি আরো বর্ণনা করেন মুহাম্মাদ (সা.) গর্ভে আসার পর আমি একটি নুর দেখতে পেয়েছিলাম, যার আলোতে বসরা নগরী ও শামের (সিরিয়া) বিভিন্ন প্রাসাদ আমার (চোখের) সামনে এসে গিয়েছিল । -সীরাতে ইবনে হিশাম




Join Our telegram group to ask Questions

Click below button to join our groups.