উদাহরণসহ তাপের সুপরিবাহী ও কুপরিবাহী পদার্থের সংজ্ঞা দাও।
পরিবেশ ও বিজ্ঞান > ভৌত পরিবেশ > তাপ
185
Answer:
উঃ তাপের সুপরিবাহী পদার্থ: যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তাপ সহজেই এক অংশ থেকে অন্য অংশে প্রবাহিত হতে পারে, তাদের তাপের সুপরিবাহী বলে। উদাহরণ-লোহা তামা পারদ আলুমিনিয়াম ইত্যাদি। তাপের কুপরিবাহী পদার্থ: যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তাপ সহজে প্রবাহিত হতে পারে না, তাদের তাপের সুপরিবাহী পদার্থ বলে। উদাহরণ-কাঠ, কাগজ, কাচ ইত্যাদি।
This Particular section is dedicated to Question & Answer only. If you want learn more about পরিবেশ ও বিজ্ঞান. Then you can visit below links to get more depth on this subject.
Join Our telegram group to ask Questions
Click below button to join our groups.