মাদানী সূরার মৌলিক বৈশিষ্ট কি কি?

প্রশ্নোত্তরে ইসলামী জ্ঞান >   পবিত্র কুরআন >   পবিত্র কুরআন  

Short Question

171


Answer:

উত্তরঃ (১) ইবাদত, আচার-আচরণ, দন্ডবিধি, জিহাদ, শান্তি, যুদ্ধ, পারিবারিক নিয়ম-নীতি, শাসন প্ৰণালী অন্যান্য বিধি-বিধানের আলোচনা। (২) আহলে কিতাব তথা ইহুদী খৃষ্টানদেরকে ইসলামের প্রতি আহবান । (৩) মুনাফেকদের দ্বিমুখী নীতির মুখোশ উম্মোচন এবং ইসলামের জন্য তারা কত ভয়ানক তার আলোচনা। (৪) সংবিধান প্রণয়ণের ধারা ও তার লক্ষ্য-উদ্দেশ্যনির্ধারণ করার জন্য দীর্ঘ আয়াতের অবতারণা ।




Join Our telegram group to ask Questions

Click below button to join our groups.