কোন আমলের বিনিময়ে মানুষকে রাইয়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে?

প্রশ্নোত্তরে ইসলামী জ্ঞান >   সিয়াম >   সিয়াম/রোযা  

Short Question

208


Answer:

উত্তরঃ সিয়াম


সিয়ামের ফযীলত

  • 🕋 এক: সিয়াম শুধু আল্লাহর জন্য

  • 🕋 দুই: সিয়াম আদায়কারী বিনা হিসাবে প্রতিদান লাভ করে থাকেন

  • 🕋 তিন: সিয়াম ঢাল ও কুপ্রবৃত্তি থেকে সুরক্ষা

  • 🕋 চার: সিয়াম জাহান্নাম থেকে বাঁচার ঢাল

  • 🕋 পাঁচ: সিয়াম হল জান্নাত লাভের পথ

  • 🕋 ছয়: সিয়াম পালনকারীর মুখের গন্ধ আ-ল্লাহর কাছে মেশকের চেয়েও উত্তম

  • 🕋 সাত: সিয়াম ইহকাল ও পরকালের সাফল্যের মাধ্যম

  • 🕋 আট: সিয়াম কেয়ামতের দিন সুপারিশ করবে

  • 🕋 নয়: সিয়াম হল গুনাহ মাফের কারণ ও গুনাহের কাফফারা


রমজান মাসের ফযীলত

  • 🕋 এক: এ মাসের সাথে ইসলামের একটি গুরুত্বপূর্ণ রুকনের সম্পর্ক রয়েছে; আর তা হলো সিয়াম পালন

  • 🕋 দুই: রমজান হল কুরআন নাযিলের মাস

  • 🕋 তিন: রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয় ও জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় শৃঙ্খলাবদ্ধ করা হয় শয়তানদের

  • 🕋 চার: রমজান মাসে রয়েছে লাইলাতুল কদর

  • 🕋 পাঁচ: রমজান মাস দোয়া কবুলের মাস

  • 🕋 ছয়: রমজান পাপ থেকে ক্ষমা লাভের মাস

  • 🕋 সাত: রমজান জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস I

  • 🕋 আট: রমজান মাসে সৎকর্মের প্রতিদান বহু গুণে বৃদ্ধি করে দেয়া হয়

  • 🕋 নয়: রমজান ধৈর্য ও সবরের মাস




Join Our telegram group to ask Questions

Click below button to join our groups.