এই বায়আতে কতজন লোক অংশ নিয়েছিলেন?

প্রশ্নোত্তরে ইসলামী জ্ঞান >   আমাদের প্রিয় নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম) >   আমাদের প্রিয় নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম)  

Short Question

113


Answer:

উত্তরঃ মদীনার আওস ও খাজরায গোত্রের ৭৩ জন পুরুষ ও ২ জন নারী এতে অংশ নিয়েছিলেন।'

উল্লেখ্য যে, সে সময় মুশরিকগণ আরবের বিভিন্ন এলাকা থেকে হজ্জ সম্পাদনের জন্য মক্কা আগমণ করত। এবং বর্তমান যুগের ন্যায় কা'বা ঘর তওয়াফ করে নির্দিষ্ট দিনে মিনায় গমণ কত, আরাফাতে অবস্থান করত এমনকি তারা কুরবানীও করত ও কংকর নিক্ষেপ করত। নবী ((সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)) হজ্জের মওসূমে এই মুশরিক হাজীদের নিকট ইসলামের শির্ক মুক্ত দাওয়াত নিয়ে হাজির হন এবং তারই ফল হিসেবে ইছরের তথা মদীনা থেকে আগত লোকদের মধ্য থেকে একবার ১২ জন, আরেকবার ৭২ জন লোক তাঁর হাতে বায়আত করে শির্ক পরিত্যাগ করার অঙ্গিকার করে ও ইসলামের ছায়াতলে স্থান লাভ করে।

কে




Join Our telegram group to ask Questions

Click below button to join our groups.