- A রাস্তায় বাঁ দিক দিয়ে হাটবেন
- B রাস্তায় ডান দিক দিয়ে হাটবেন
- C রাস্তার যেকোনো দিক দিয়েই হাটতে পারেন
- Share this MCQ
Answer:
B
Share this MCQ
রাস্তায় ডান দিক দিয়ে হাটবেন
রাস্তা ব্যবহারের নিয়মাবলি :
পথচারীদের পথ চলার নিম্নলিখিত নিয়মাবলি মেনে চলতে হবেঃ
(ক) যেখানে ফুটপাথ আছে সেখানে অবশ্যই ফুটপাথ ব্যবহার করা উচিত ।
(খ) যেখানে ফুটপাথ নেই সেখানে রাস্তার ডানদিক দিয়ে হাঁটাই নিয়ম। এতে উলটোদিক থেকে আগত গাড়িগুলি দেখা যায়
(গ) রাস্তায় শিশুদের নিয়ে হাঁটার সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে। ফুটপাথে হাঁটার সময় তাদের হাত ধরে রাখতে হবে এবং এমনভাবে হাঁটতে হবে যাতে শিশুরা যানবাহন থেকে নিরাপদ দূরত্বে থাকে ।
(ঘ) কুয়াশাচ্ছন্ন দিনে বা রাত্রিবেলায় পথচারীদের উজ্জ্বল রং-এর পোশাক ব্যবহার করা উচিত. যাতে তিনি সহজেই গাড়িচালকের দৃষ্টিগোচর হন।
Click me to Read more Question & Answer of Vehicle License TestShare this MCQ