- A আলী রা.
- B ইবনে মাকতুম রা.
- C আবু বকর রা.
- D খালেদ রা.
- Share this MCQ
Answer:
B
Click me to Read more Question & Answer of
নবী করীম (সা)-এর পত্রাবলী
Share this MCQ
বনী লেহয়ান ও যী-কার্দ যুদ্ধ: হুদায়বিয়ার সন্ধি (৬ হি.) ও খায়বার যুদ্ধের মাঝে বনী লিহয়ান ও যী-কারাদ যুদ্ধ সংঘটিত হয় । যুদ্ধে রাসূলুল্লাহ (সা) স্বয়ং তাশরীফ নেন এবং ইব্ন মাকতূম ( রা)-কে মদীনার গভর্নর নিযুক্ত করেন । প্রথম যুদ্ধের কারণ ছিল রাজী'র ঘটনায় খুবায়ব ইবন ‘আদী ও তাঁর সাথীদের শহীদী খুনের বদলা গ্রহণ । আর দ্বিতীয় যুদ্ধের কারণ ছিল রাসূলুল্লাহ (সা)-এর জঙ্গলে বিচরণরত উটনী পালের ওপর কাফির মুশরিকদের হামলা, বনী গিফারের এক ব্যক্তিকে খুন এবং তার স্ত্রীকে অপহরণ।
[তথ্যসূত্র: নবীয়ে রহমত - সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম - সাইয়েদ আবুল হাসান আলী নদভী - আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী অনূদিত - "বনী লেহয়ান ও যী-কার্দ যুদ্ধ" নামক অধ্যায় থেকে]Share this MCQ